• মহারাষ্ট্রের নান্দেদে আইটি হানা, ১৭০ কোটি টাকার সম্পত্তি সিল...
    আজকাল | ১৬ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের নান্দেদে আইটি হানা। সিল করা হল ১৭০ কোটি টাকার সম্পত্তি। এর মধ্যে ১৪ কোটি টাকা নগদ এবং ৮ কেজি সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ। টানা ৭২ ঘন্টা ধরে অভিযান চালায় আয়কর বিভাগ। ভান্ডারি ফাইনান্স এবং আদিনাথ আরবান মাল্টিস্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে হানা দিয়ে এই বিপুল পরিমান সম্পত্তি আটক করেছে আয়কর বিভাগ। সূত্রের খবর, সমস্ত অর্থ গননা করতে ১৪ ঘন্টা সময় নিয়েছে আয়কর বিভাগ। পুনে, নাসিক, নাগপুর, পারভানি থেকে প্রায় একশোর বেশি আয়কর কর্মী এই অভিযানে অংশ নেন। ২৫ টি গাড়ি চেপে অভিযান চালান আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে মহারাষ্ট্রের নান্দেদে এই ধরণের একটি অর্থকরী সংস্থার কাছ থেকে এই সম্পত্তি উদ্ধারে রীতিমতো স্তম্ভিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে খোদ আয়কর দপ্তরের আধিকারিকরাও।    
  • Link to this news (আজকাল)