• অব্যর্থ লক্ষ্যভেদ সব্যসাচীর, ভবিষ্যতে সাংবাদিক হতে চায় বংশিকা ...
    আজকাল | ১৬ মে ২০২৪
  • তীর্থঙ্কর দাস: ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির ফলাফল। সিবিএসই-র দশমে সম্ভাব্য রাজ্য এবং দেশে প্রথম সব্যসাচী লস্কর। দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের বাসিন্দা সব্যসাচী ।বয়স ১৬। ছোটবেলা থেকেই মেধাবী সব্যসাচী। মা বাবা কর্মরত হওয়ায় পিসির কাছেই বড় হয়েছে সব্যসাচী। আশা ছিল ভাল ফলাফলের। বিডি মেমোরিয়ালের ছাত্র সব্যসাচী। পরীক্ষার সময় গড়ে ৭-৮ ঘন্টা পড়াশোনা করত বলেই জানায় সে। আজকাল ডট ইনের মুখোমুখি হয়ে সে আরও বলে, ভবিষ্যতে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আইআইটিতে পড়াশোনা করে ফিজিক্স এবং গণিত নিয়ে রিসার্চ করবে। অধ্যাপনা করার ইচ্ছেও রয়েছে সিবিএসই-র দশম শ্রেণিতে প্রথম স্থানাধিকারী সব্যসাচী। সিবিএসই-র দ্বাদশ শ্রেণিতে রাজ্যে এবং দেশে সম্ভাব্য প্রথম বংশিকা কোঠারি। ১৮ বছর বয়সী বংশিকা কাকুরগাছির বাসিন্দা। লক্ষ্মীপত সিংহানিয়া অ্যাকাডেমীর ছাত্রী বংশিকা ৫০০-তে ৪৯৬ পেয়েছে। কলা বিভাগের ছাত্রী বংশিকা। আজকাল ডট ইনকে বংশিকা জানিয়েছে ভবিষ্যতে সে সাংবাদিক হতে চায়। বংশিকা আরও জানায় প্রাইভেট টিউশন নেয়নি কোনওদিন। স্কুলে পড়েই এই ফলাফল করেছে সে। সাংবাদিকতা করার সঙ্গে ইউপিএসসি-র প্রস্তুতিও নেবে সে। প্রসঙ্গত, সিবিএসই-তে এবছর পাসের হার ৮৭.৯৮%। পরীক্ষা দিয়েছিলেন ১৬ লক্ষ ২১ হাজার ২২৪ পড়ুয়া। তার মধ্যে ১৪ লক্ষ ২৬ হাজার ৪২০ জন পাশ করেছেন। ৯৫%-এর বেশি নম্বর পেয়েছেন ১.৪৮% পরীক্ষার্থী এবং ৯০%-এর বেশি পেয়েছেন ৭.১৬% পরীক্ষার্থী।
  • Link to this news (আজকাল)