• বিশ্বকাপের নতুন স্টেডিয়াম উদ্বোধনে বোল্ট, এখানেই হবে ভারত-পাক মহারণ...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য নিউইয়র্কের নতুন স্টেডিয়ামের উদ্বোধন করলেন উসেইন বোল্ট। বৃহস্পতিবার নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টি-২০ বিশ্বকাপের অ্যাম্বাসাডর। এবার নিউইয়র্কের এই স্টেডিয়ামেই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে ভারতীয় দল। ৯ জুন হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচও হবে এখানে। তবে স্টেডিয়াম এখনও পুরোপুরি তৈরি না। অল্প কিছু কাজ বাকি আছে। বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজনে কোনও খামতি রাখতে চায় না আয়োজকরা‌। ছয় মাস ধরে চলছে স্টেডিয়াম তৈরির কাজ। পিচ উড়িয়ে আনা হয়েছে। ম্যাচের জন্য চারটে পিচ থাকছে। অনুশীলনের জন্য আরও ছটি পিচ। অ্যাডিলেডের প্রধান পিচ কিউরেটর ড্যামিয়েন হফের তত্ত্বাবধানে পিচগুলো তৈরি করা হয়েছে। স্টেডিয়াম উদ্বোধনের পর আইসিসির প্রধান ক্রিস টেটলি বলেন, 'নতুন স্টেডিয়াম হলেই মাঠের আয়তন নিয়ে প্রশ্ন ওঠে। নাসাউ ক্রিকেট স্টেডিয়াম একেবারেই ছোট নয়। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সমান মাপের নাসাউ। নিকাশি ব্যবস্থাও উন্নত।' মোট ৩৪ হাজার দর্শক গ্যালারিতে খেলা দেখতে পারবে। ভারত-পাকিস্তান ম্যাচের জন্য তৈরি হচ্ছে নাসাউ। 
  • Link to this news (আজকাল)