• সুনীলের পাশে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন বাইচুং...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইএম বিজয়ন থেকে বাইচুং ভুটিয়া। সেখান থেকে সুনীল ছেত্রী। পাহাড়ি বিছে অবসর নেওয়ার পর কিছুদিনের জন্য ভারতীয় ফুটবলে একটা শূন্যতা তৈরি হয়েছিল। দ্রুত সেই শূন্যস্থান পূরণ করেন সুনীল। নিশ্চিন্তে নিজের উত্তরসূরির হাতে ব্যাটন তুলে দেন বাইচুং। জানতেন, তাঁর অনুপস্থিতিতে সবচেয়ে যোগ্য ফুটবলার তিনিই। শুধুমাত্র মাঠে নয়, মাঠের বাইরেও নেতা সুনীল। ফুটবল থেকে জীবনধারণ, সব ক্ষেত্রেই একনম্বর সুনীল ছেত্রী। খুব শীঘ্রই বাইচুংয়ের মতো তিনিও অতীত হয়ে যাবেন। সুনীলের অবসর ঘোষণায় দুঃখিত ভারতীয় ফুটবলের প্রথম সুপারস্টার। তবে একসময় তাঁর পাশে খেলতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন। বাইচুং বলেন, 'সুনীল চিরকাল ভারতের অন্যতম সেরা ফুটবলার হিসেবে থেকে যাবে। ভারতীয় ফুটবলে ওর অবদান অনস্বীকার্য। ওর অবসর ভারতীয় ফুটবলের জন্য বড় ক্ষতি। সুনীলের পাশে খেলতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করি। একসময় আইএম বিজয়ন আমার সিনিয়র ছিল। তখন আমি সবে পেশাদার ফুটবলে পা রেখেছি। তার কিছুদিন পরে সুনীল আসে। ওর পাশেও আমি খেলার সুযোগ পেয়েছি। ভারতীয় ফুটবলের দুই অন্যতম সেরা তারকার সঙ্গে আমি খেলতে পেরেছি। এটাই আমার কাছে প্রাপ্তি।' ৬ জুনের পর আন্তর্জাতিক ম্যাচে আর দেখা না গেলেও ক্লাব স্তরে খেলবেন সুনীল। বেঙ্গালুরু এফসির সঙ্গে আরও একবছর চুক্তি আছে। ধরে নেওয়া যায়, পুরোপুরি বুট জোড়া তুলে রাখতে এখনও কিছুটা সময় বাকি আছে সুনীলের। 
  • Link to this news (আজকাল)