• সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত! সেরাদের তালিকায় ঢুকে পড়লেন সুনীল: সুব্রত ভট্টাচার্য...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: তাঁর কোচিংয়েই হাতেখড়ি। মোহনবাগান মাঠে ময়দানের 'বাবলু দা'র বকাবকি দিয়েই শুরু হয়েছিল সুনীল ছেত্রীর পেশাদার ফুটবল জীবন। তখন কী আর জানতেন একদিন এই বাচ্চা ছেলেটিই ভারতীয় ফুটবলের 'স্টলওয়ার্ট' হয়ে উঠবেন। পরবর্তীকালে দেশের সেরা ফুটবলারের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়ান। 'ফুটবলার সুনীল' এর সঙ্গে কোনওদিন 'জামাই সুনীল'কে মেলাননি। কিন্তু আজ যেন সব মিলেমিশে একাকার। প্রাক্তন ফুটবলার এবং শ্বশুর হিসেবে তিনি গর্বিত। বরাবরই স্পষ্ট বক্তা। কে কী বলল বা ভাবল, তার ধার ধরেন না ময়দানের 'বাবলু দা'। বৃহস্পতিবার দুপুরে ফোনে আজকাল. ইনকে জানিয়ে দিলেন একেবারে সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সুনীল। এর জন্য তাঁর সম্মান আরও দ্বিগুণ বেড়ে গেল। সুব্রত ভট্টাচার্য বলেন, 'সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে সুনীল। শুধু তো আন্তর্জাতিক ফুটবল ছেড়েছে। ক্লাব স্তরে আরও বছর দুয়েক খেলা চালিয়ে যাক। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়। ওর নতুন করে আর কিছু পাওয়ার নেই। চুনী দাও ১৯৬৫ সালের পরে আর ভারতের হয়ে খেলেনি। সবাই একটা অধ্যায় অবধি খেলে। তারপর আন্তর্জাতিক ম্যাচ না খেলে যতদিন সম্ভব ক্লাব পর্যায় খেলে। ঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজ না হয় কাল তো ছাড়তেই হবে খেলা।' অবসর ঘোষণার আগে তাঁর সঙ্গে কথা হয়নি সুনীলের। জামাইয়ের সিদ্ধান্ত জানার পরও ফোন করেননি। ভুবনেশ্বরে ভারতীয় দলের আবাসিক শিবির চলছে। আজকে প্র্যাকটিস ম্যাচ আছে। তাই সুনীলের কলকাতায় আসার অপেক্ষায় থাকবেন। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ। তার কয়েকদিন আগেই শহরে চলে আসবেন সুনীল। তখনই জামাইয়ের সঙ্গে প্রাণখুলে কথা বলবেন। তবে সুনীল যে সর্বকালের সেরা ভারতীয় ফুটবলারদের তালিকায় ঢুকে পড়ল, সেটা নির্দ্বিধায় মেনে নিলেন। এই প্রসঙ্গে সুব্রত ভট্টাচার্য বলেন, 'সেরা বলা না গেলেও, সুনীল সেরাদের মধ্যে আছে। সর্বকালের সেরাদের তালিকায় আছেন চুনী গোস্বামী, বলরাম, অরুণ ঘোষ, সুরজিৎ সেনগুপ্ত, সুভাষ ভৌমিকরা। এবার সেই সেরাদের তালিকায় ঢুকে পড়ল সুনীল ছেত্রী।' যে শহর তাঁকে পরিচিতি দিয়েছে, সেই শহরেই শেষবার দেশের জার্সি গায়ে চাপাবেন সুনীল। এই আবেগঘন মুহূর্তে সুব্রত ভট্টাচার্য সহ গোটা পরিবারই হাজির থাকবে যুবভারতীতে। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় তারকা জামাইয়ের বিখ্যাত শ্বশুর।‌
  • Link to this news (আজকাল)