• সংসদ ভবনের নিরাপত্তায় বদল
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক,দিল্লি : সংসদ ভবনের নিরাপত্তায় বড়সড় রদবদল। দিল্লির পুলিশের থেকে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ প্রক্রিয়া শুরু করল সিআইএসএফ। চলতি সপ্তাহের মধ্যেই সংসদ ভবনের পুরো নিরাপত্তার দায়িত্ব চলে যাবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। এতদিন সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্ব ছিল দিল্লি পুলিশ এবং সিআইএসএফের হাতে। এবার পুরো নিরাপত্তার দায়িত্বে থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সংসদ ভবনের নিরাপত্তার খোলনলচে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় সংসদের নিরাপত্তা বিভাগকে। এবার থেকে সংসদ ভবনে ঢোকার পাস থেকে শুরু করে গাড়ি নিয়ে ভিতরে যাওয়ার ছাড়পত্র দেওয়ার বিষয়টিও থাকবে সিআইএস এফের হাতে। সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই কমিটির সুপারিশ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। সংসদ ভবনে যাওয়ার ক্ষেত্রে সংবাদমাধ্যমের প্রতিনিধি, ভিভিআইপি থেকে শুরু করে সাংসদদের সহায়ক সহ অন্যান্য বিভিন্ন ব্যক্তিদের অবাধ যাতায়াতে লাগাম টানতে চলেছে নিরাপত্তা বিভাগ। সংসদ ভবনে ঢোকার সমস্ত গেটে পাস পরীক্ষা করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে সিআইএসএফ। সকাল ৬ টা থেকে পাস পরীক্ষার কাজ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল বুধবার শেষ হয়েছে ডগ স্কোয়াড, সিসিটিভি রুমের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। আগামী ২০ মে এর মধ্যে পাস ইস্যু করা, যানবাহনের নিয়ন্ত্রণ সহ অন্যান্য প্রক্রিয়া নিজেদের হাতে নেবে সিআইএসএফ। গত ডিসেম্বরে লোকসভায় নিরাপত্তা লংঘন হয়। লোকসভার কক্ষে ঝাঁপ দেয় এক যুবক। তারপরেই উভয় কক্ষের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
  • Link to this news (আজকাল)