• আগরতলা-কলকাতা বিমানভাড়া লাগামছাড়া, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন, রাজ্যের হাতে নেই !...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • সমীর ধর, আগরতলা: বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন যাতায়াত এখনও দূর অস্ত। আগরতলা-আখাউড়া রেলে এ পারের কাজ এখনও সম্পূর্ণ হওয়া বাকি। এই সময় আগরতলা-কলকাতা বিমানের যাত্রীভাড়া ক্রমে গরিব মধ্যবিত্তের নাগালের একেবারেই বাইরে চলে যাচ্ছে। বৃহস্পতিবার অনলাইনে শুক্রবারের যাত্রীপিছু কলকাতার ভাড়া দেখাচ্ছে প্রায় ১২ হাজার টাকা ! এইরকম প্রায়ই হচ্ছে বলে যাত্রীরা জানাচ্ছেন। এপ্রিলে ভাড়া ১৫ হাজারেও উঠে গিয়েছিল। অসমে পাহাড়ি ধসের কারণে ট্রেন অনিয়মিত। তা ছাড়া, ট্রেনে আগরতলা থেকে কলকাতা যেতে পুরো দুই দিন এক রাত। বিমানে লাগে মাত্র ৪৫ মিনিট। উন্নত চিকিত্সা থেকে পড়াশুনা সব ব্যাপারেই বিমানের ওপর নির্ভরশীল ত্রিপুরার সাধারণ মানুষ। এ ব্যাপারে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সাংবাদিকদের জিজ্ঞাসায় বৃহস্পতিবার যেন 'ডবল ইঞ্জিন' ফর্মুলা ভুলে হঠাত্ কেন্দ্রীয় সরকারের কোর্টেই বল ঠেললেন। 'ডবল ইঞ্জিন' ফর্মুলায় কখনও কোনো ব্যাপারে কেন্দ্রের ওপর দায় চাপান না বিজেপি মন্ত্রীরা। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী  কার্যত বেসরকারি বিমান কোম্পানিগুলোর পক্ষেও সাফাই গাইলেন। আগরতলার অরুন্ধতীনগরে একটি রক্তদান শিবির উদ্বোধনের পর এদিন সাংবাদিকদের জিজ্ঞাসার জবাব দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। বিমানভাড়া নিয়ে রাজ্যের সাধারণ মানুষ খুবই সমস্যায় রয়েছেন বলায় তিনি বলেন, এ সম্পর্কে তিনি অবহিত। তাঁর কথায়, এতে রাজ্য সরকারের হাত নেই । বিষয়টা ভারত সরকারের। মুখ্যমন্ত্রী বলেন, সবাই জানেন স্থির ভাড়া থাকার কারণেই একসময় বিমান চালানো বন্ধ করে দিয়েছিল বেসরকারি কোম্পানিগুলো। তবুও তিনি আগেও বলেছেন, ভাড়া যেন মানুষের নাগালের বাইরে না যায়। আবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী (কেন্দ্রকে ?) বলবেন বলে জানান। রাজ্যে প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যুতের যে গুরুতর ভোগান্তি চলছে সে বিষয়ে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, জোগানের তুলনায় চাহিদা বাড়ছে। অনেকেই বাড়িতে এসি-সহ নানারকম যন্ত্র বসাচ্ছে। এতে অসুবিধে হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে তারের সমস্যা। বেশি ভোল্টেজ বহন করতে পারছে না। রাজ্যের হাসপাতালগুলোতে রক্তের সংকট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী রক্তদানে আরও এগিয়ে আসার আহ্বান জানান। বলেন, রক্ত তো আর বাজার থেকে কেনা যায় না !
  • Link to this news (আজকাল)