• বাড়িতে বসেই সহজে কাটা যাবে ট্রেনে চড়ার টিকিট
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার থেকে ইউটিএস অ্যাপের মাধ্যমে যে কোনও জায়গায় বসে কাটা যাবে ট্রেনের টিকিট। স্টেশন থেকে ২০ কিলোমিটারের বেশি দূরত্বের কোনও জায়গা থেকে টিকিট কাটলেও সমস্যা নেই। এতদিন পর্যন্ত ২০ কিলোমিটারের যে সীমাবদ্ধতা ছিল তা তুলে নিল পূর্ব রেল। ফলে বাড়িতে বসেই সহজে কাটা যাবে ট্রেনে চড়ার টিকিট। চাইলে কেটে নেওয়া যেতে পারে সিজন টিকিটও। তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে টিকিট কাটার এক ঘন্টার মধ্যে ট্রেনে সফর করতে হবে। এর অর্থ হল এমন দূরত্ব থেকে টিকিট কাটতে হবে যেখানে এক ঘন্টার মধ্যে ট্রেন ধরা যাবে। বিনা টিকিটে রেল সফর বন্ধ করার জন্যেই এই বদল বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। রেলের পক্ষ থেকে বলা হয়েছে এই পরিষেবার জন্য কাগজের টিকিটের ব্যবহার কমবে। এরফলে পরিবেশরক্ষাও হবে।     
  • Link to this news (আজকাল)