• ভেঙেছে কবি নজরুল মেট্রোর শেড, মেরামতি না হওয়ায় সমস্যার মুখে যাত্রীরা ...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কালবৈশাখীর দাপটে গত ৬ মে সোমবার উড়ে গিয়েছিল কবি নজরুল মেট্রো স্টেশনের শেড। উড়ে গিয়েছে শেডের প্রায় ৪০ মিটার অংশ। ঘটনার ১০ দিন পরেও হয়নি মেরামতি, বসানো হয়নি নতুন শেড। রোদ-বৃষ্টি উপেক্ষা করেই প্ল্যাটফর্মে মেট্রোর জন্য অপেক্ষা করতে হচ্ছে নিত্যযাত্রীদের। বাড়ছে ঝুঁকির আশঙ্কাও। মেট্রো কতৃপক্ষের বক্তব্য, যে উচ্চমানের ফাইবার দিয়ে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের শেড তৈরি করা হয়। এই রাজ্যের কোথাও তৈরি হয় না সেই শেড। আনতে হয় ভিন রাজ্য থেকে। মেট্রো রক্ষণাবেক্ষণের নজরদারি বা দায়িত্ব মেট্রো রেলেরই। নতুন কোনও সামগ্রী কিনতে গেলে তা টেন্ডার পাওয়া সংস্থা থেকেই নিতে হয়। শেড আসার পর মেট্রো আধিকারিকরা তা পরীক্ষা করে, ফিটনেসের ছাড়পত্র দেন। পুরো প্রক্রিয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ। নিয়মের বেড়াজালে আটকে এখনও পর্যন্ত উড়ে যাওয়া শেড বসানো যায়নি বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ। উল্লেখ্য, খোলা শেড থাকায় বিপদ থেকে বাঁচতে বন্ধ রাখা হয়েছে নিচে থাকা এস্কেলেটরও।
  • Link to this news (আজকাল)