• এমার্জেন্সিতে ভোটের প্রভাব
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৪
  • কঙ্গনাকে শুনতে হল ‘ফ্লপের ভয়ে পালাচ্ছেন?’ মুম্বই: সেই ২০২৩ সালের ১৪ নভেম্বর থেকে মুক্তির আশায় ঝুলছে কঙ্গনার ‘এমার্জেন্সি’৷ নভেম্বর থেকে গিয়ে দাঁড়াল চলতি বছরের ১৪ জুন৷ কিন্তু এবারও নাকি সেই তারিখও পিছিয়ে গেল৷ প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখতে পাবে না কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত ছবি৷ বুধবার নির্মাতাদের তরফে সেই খবর প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় শোরগোল৷
    এই ছবি পিছিয়ে যেতেই কটাক্ষের মুখে কঙ্গনা৷ পাশাপাশি ‘ফ্লপের পাহাডে়’র খোঁটাও শুনতে হল কঙ্গনাকে৷ তবে এবার আর নতুন করে রিলিজের ডেট জানাননি নির্মাতারা৷ জানা গিয়েছে, কঙ্গনা রানাউতের লোকসভা ভোটের ব্যস্ততার জন্যই ফের একবার মুক্তি পিছিয়েছে৷ চব্বিশের লোকসভায় হিমাচলপ্রদেশের মাণ্ডি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে নির্বাচনে লড়ছেন অভিনেত্রী৷  কঙ্গনাকে কটাক্ষ করে নিন্দুকদের মন্তব্য, ‘আপনি কি আবার একটা ফ্লপ সিনেমার ভয়ে ময়দান ছেডে় পালাচ্ছেন?’
    প্রসঙ্গত, ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা রানাউত৷ বিজেপির প্রার্থীপদ পাওয়ার পর সেই বিষয়টি নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে৷ নেটিজেনদের সোজাসাপটা প্রশ্ন রেখেছিলেন, ‘ভোটে দাঁডি়য়েছেন বিজেপির টিকিটে, আর সিনেমার পর্দায় ইন্দিরা গান্ধি! এ কেমন দ্বিচারিতা?’ পালটা জবাব দিয়ে চুপ করিয়েছেন নিন্দুকদের৷ অভিনেত্রী বলেছিলেন, ‘একজন নারী হয়ে বরাবরই নারীদের প্রতি আমার সহানুভূতি রয়েছে৷ সেটা ইন্দিরা গান্ধী হোক কিংবা অন্য কেউ৷ নারীদের লড়াই সবসময় আমাকে অনুপ্রেরণা দেয়৷ আমি শক্তি পাই৷ তাই এধরনের চরিত্রে সিনেমার পর্দায় অভিনয় করতে বরাবরই ভালো লাগে৷ একজন অভিনেত্রী হিসেবে এটাই কাম্য৷ তাই এর নেপথ্যে কোনও রাজনীতি খুঁজবেন না৷’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)