• কিশোরের সঙ্গে পেরে ওঠেন নি মহান রফি
    দৈনিক স্টেটসম্যান | ১৭ মে ২০২৪
  • মুম্বই: ৭০এর দশক থেকে ২০২৪৷ সময়ের লম্বা ফারাক৷ কিন্তু ফারাক নেই শুধু তাদের জনপ্রিয়তায়৷ মহম্মদ রফি, কিশোর কুমার এমন নাম যারা আজও এখনকার নামাজাতা গায়করা তাদের ধারে-কাছে যাওয়ার কথা ভাবতে পারেন না৷ মহম্মদ রফি, কিশোর কুমারের গানই হয়ে উঠত একটা সময় ছবির মূল আকর্ষণ৷ ছবি মুক্তির আগেই গান হয়ে উঠত ভাইরাল৷ ঝডে়র গতিতে তা ছডি়য়ে পড়ত ভক্তমহলে৷ ১৯৬৯ সালে কিশোর কুমার ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে৷ একের পর এক হিট গান তাঁর তালিকায়৷ একটা সময় জনপ্রিয়তার নিরিখে তিনি ছাপিয়ে যান মহম্মদ রফিকেও৷ বিশেষ করে আরাধনা মুক্তির পর কিশোর কুমার সকলের প্রিয় গায়কের তালিকায় প্রথম স্থান অধিকার করে নিয়েছিলেন৷
    সেই সময় প্রযোজকেরা একের পর এক গানের অনুরোধ নিয়ে পৌঁছে যাচ্ছিলেন কিশোর কুমারের দরজায়৷ গুরুত্ব হারাতে শুরু করেছিলেন মহম্মদ রফি৷ গায়ক মহেন্দ্র কাপুরের পুত্র রোহন কাপুর ২০১৭-তে দেওয়া এক সাক্ষাৎকারে সামনে এনেছিলেন একাধিক অজানা কাহিনি৷ যেখানে তাঁর মনে আছে মহম্মদ রফি একটা সময় মহেন্দ্র কাপুরকে বলেছিলেন-, ‘আমার খুব খারাপ লাগছে, আমি দেখা করতে চাই৷’ উত্তরে মহেন্দ্র কাপুর জানিয়ে ছিলেন তাঁকে বাডি় আসতে৷
    সেখানেই রোহন কাপুর শুনেছিলেন, মহম্মদ রফি প্রশ্ন করছেন তাঁর বাবাকে, ‘আমি কী খারাপ গায়ক হয়ে গিয়েছি! যাঁরা একটা সময় পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, আজ তাঁরা মুখ ফেরাচ্ছেন! এমন কি চিন্তেও পারছেন না’৷ উত্তরে মহেন্দ্র কাপুর জানিয়েছিলেন, ‘এটা যদি তাঁরা তোমার সঙ্গে করতে পারে, তবে যে কোনও স্টারের সঙ্গেই করতে পারে৷ এটা নতুন কোনও বিষয় নয়৷ এই ধরনের মানুষেরা এভাবেই ব্যবহার করে থাকেন’৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)