আরও অস্বস্তিতে রাজ্য়পাল। শ্লীলতাহানি' কাণ্ডের মধ্যেই সিভি আনন্দ বোসের বিরুদ্ধে 'ধর্ষণে'র রিপোর্ট জমা পড়েছে নবান্নে। লালবাজার সূত্রে খবর, যিনি অভিযোগ করেছেন, তিনি নৃত্যশিল্পী। স্বামী বিদেশে থাকেন। ওই মহিলার দাবি, বিদেশমন্ত্রকের এক অফিসারের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য় তাঁকে দিল্লিতে নিয়ে যান রাজ্যপাল। এরপর হোটেল গিয়ে ওই মহিলাকে নাকি ধর্ষণ করেন! এর আগে, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক মহিলা কর্মী।এদিন হাজরা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে যান রাজ্যপাল। হাসপাতাল থেকে যখন বেরোচ্ছিলেন, তখন যৌন হেনস্তার অভিযোগে প্রতিবাদে সিভি আনন্দ বোসের বিরুদ্ধে বিক্ষোভ দেখান একদল পড়ুয়া।এদিকে ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে ফের রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন রাজভবনের নির্যাতিতা। সমস্ত সরকার ও বেসরকারি সংস্থাকে তাঁর অনুরোধ, তাদের অনুষ্ঠানে যেন বোসকে আমন্ত্রণ জানানো না হয়। ওই মহিলার দাবি, কোনও অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতি অশুভ এবং সংস্থা মহিলা কর্মীদের পক্ষে বিপজ্জনক ও অপমানের।বাদ যায়নি স্বেচ্ছাসেবী সংগঠনও। রাজভবনে নির্যাতিতার আশঙ্কা, 'স্বেচ্ছাসেবী সংগঠনগুলি বোসের কাছে যদি কোনও সাহায্য নেয়, তাহলে সেই সাহায্যের বিনিময়ে তিনি সম্ভবত খারাপ কিছু চেয়ে ফেলবেন'।এর আগে, শ্লীলতাহানি ইস্য়ুতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'আমাকে রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে, আমাকে রাস্তায় ডাকলে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু এই কীর্তি-কেলেঙ্কারির পর আপনার পাশে বসাটাও পাপ'।