• সুনীলের বিদায়ী ম্যাচের সাক্ষী থাকতে কত খরচ হবে কলকাতার ফুটবল ভক্তদের' ...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুনীল ছেত্রীর অবসরের তারিখ ঘোষণার পরই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়ে গিয়েছে। ভারত অধিনায়ককে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা। তোড়জোড় শুরু হয়ে গিয়েছে আইএফএর পক্ষ থেকেও। বৃহস্পতিবার বৈঠকে বসেন আইএফএ কর্তারা। সেখানে ফিফা কোয়ালিফায়ারের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়। টিকিটের ন্যূনতম মূল্য ১০০ টাকা। সর্বোচ্চ দাম ১০০০ টাকা। ভিভিআইপি টিকিটের দাম হাজার টাকা রাখা হয়েছে। বাকি গ্যালারির টিকিটের মূল্য ১৫০, ২০০, ২৫০ এবং ৩৫০। এ ওয়ান (রাইট) এর টিকিটের দাম ১০০ টাকা। এটাই সর্বনিম্ন। এ ওয়ান (লেফট), বি ওয়ান, বি থ্রি, ডি ওয়ান এবং ডি থ্রির টিকিটের দাম ১৫০ টাকা রাখা হয়েছে। বি টু, সি ওয়ান (রাইট), সি ওয়ান (লেফট), ডি টু, এ টু (রাইট) এর টিকিটের দাম ২০০ টাকা। এ টু (লেফট), সি থ্রি (রাইট), সি থ্রি (লেফট) এর টিকিটের দাম ২৫০ টাকা ধার্য করা হয়েছে। সি টু (রাইট) এবং সি টু (লেফট) এর টিকিটের মূল্য ৩৫০ টাকা। ভিভিআইপি হাজার টাকা। কবে থেকে টিকিট বাজারে ছাড়া হবে এবং কোথা থেকে পাওয়া যাবে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এমনিতেই এই ম্যাচকে ঘিরে আকর্ষণ ছিল। সুনীলের অবসর এই ম্যাচের কদর আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কলকাতার ফুটবলপ্রেমীদের পাশাপাশি, যুবভারতী ভরাবে সুনীল ভক্তরাও।‌ লিভিং লেজেন্ডকে দেশের জার্সিতে দেখার যে এটাই শেষ সুযোগ। 
  • Link to this news (আজকাল)