• Atk Mohun Bagan: বুমোসের গোলে ঘরের মাঠে জয়ে ফিরল এটিকে মোহনবাগান
    আজকাল | ২৭ নভেম্বর ২০২২
  • এটিকে মোহনবাগান - ১ (বুমোস)

    হায়দরাবাদ - ০

    আজকাল ওয়েবডেস্ক: গোয়ার কাছে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। শনিবার যুবভারতীতে হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে হারাল সবুজ মেরুন। ম্যাচের একমাত্র গোল হুগো বুমোসের। জয়ের ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে উঠে এল এটিকে মোহনবাগান। তবে রেফারিং নিয়ে অসন্তুষ্ট হতেই পারেন দুই কোচ। গোটা ম্যাচেই উন্নতমানের রেফারিং হয়নি। শেষদিকে হায়দরাবাদের পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি। ম্যাচ শেষে ফেরান্দোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায় হায়দরাবাদ কোচ মানোলোকে। 

    এদিন হায়দরাবাদ ম্যাচের দলে দুটো পরিবর্তন করেন জুয়ান ফেরান্দো।

    জনি কাউকোর জায়গায় নামেন কার্ল ম্যাকহিউ, দিমিত্রি পেত্রাতোসের পরিবর্তে নামেন আশিক কুরুনিয়ান। আগের ম্যাচের জ্বালা ভুলে প্রথম থেকেই অলআউট ঝাঁপায় এটিকে মোহনবাগান। এদিন সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলান লিস্টন কোলাসোকে। ম্যাচের ১১ মিনিটে এটিকে মোহনবাগানকে এগিয়ে দেন হুগো বুমোস। বাঁ দিক থেকে আশিকের মাইনাসে ডান পায়ের টোকায় গোলে ঠেলেন ফরাসি মিডিও। তার দু'মিনিটের মাথায় ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু লিস্টনের শট গোলে ঢোকার মুহূর্তে বাঁচিয়ে দেন বিপক্ষের ডিফেন্ডার। এরপর ৩১ মিনিটে গতি বাড়িয়ে বিপক্ষ বক্সে ঢুকে পড়েন লিস্টন। কিন্তু বক্সের মধ্যে নিজেদের মধ্যে একাধিক পাস খেলতে গিয়ে সুযোগ হাতছাড়া হয়। লিস্টনের শট বিপক্ষের ফুটবলারের গায়ে লেগে প্রতিহত হয়। 

    প্রথমার্ধের মাঝামাঝি ম্যাচে ফেরার চেষ্টা করে হায়দরাবাদ। কিন্তু গোলের সুযোগ তৈরি হয়নি।

    একেবারের ছন্দে নেই দলের তারকা স্ট্রাইকার ওগবেচে। তাই গোলের খরা হায়দরাবাদে। বিরতির ঠিক আগে চোট পেয়ে মাঠ ছাড়েন মনবীর। কিয়ান নাসিরিকে নামান ফেরান্দো। কিন্তু নিজেকে মেলে ধরতে পারেননি তরুণ স্ট্রাইকার। বিরতিতে ১-০ গোলে এগিয়ে ছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সবচেয়ে সহজ সুযোগ পায় সবুজ মেরুন। ম্যাচের ৫১ মিনিটে নিশ্চিত গোল মিস করেন লিস্টন। হায়দরাবাদ গোলকিপার গুরমীতকে সামনে একা পেয়েও গোল করতে ব্যর্থ। তাঁর হাতে মারেন লিস্টন। তবে এই সেভের জন্য বিপক্ষ কিপারকেও কৃতিত্ব দিতে হবে। দ্বিতীয়ার্ধের বাকি সময়টা ম্যাড়ম্যাড়ে। মূলত মাঝমাঠেই বল ঘোড়াফেরা করে। হায়দরাবাদের সেরা সুযোগ ৭৪ মিনিটে। ওগবেচের শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচান বিশাল কেইত। শেষদিকে প্রেসিং ফুটবল খেলে হায়দরাবাদ। কিন্তু গোলমুখ খোলেনি। ম্যাচের অন্তিমলগ্নে ওগবেচেদের পেনাল্টির দাবিও নাকচ হয়ে যায়। 

    ছবি: অভিষেক চক্রবর্তী 
  • Link to this news (আজকাল)