• ৪১ ওষুধের দাম কমাল কেন্দ্রীয় সরকার
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৪১টি ওষুধের দাম কমিয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, ইতিমধ্যে ওষুধ সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, ওই বিশেষ ওষুধগুলির নতুন দামের তালিকা দ্রুত ডিলার এবং মজুতদারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কোন কোন ওষুধের দাম কমানো হয়েছে? হৃদযন্ত্র, যকৃৎ, মধুমেহর চিকিৎসায় ব্যবহৃত হয় এরকম ৪১টি সাধারণ ওষুধ এবং ৬টি ফর্মুলেশনের দাম কমানো হয়েছে। ওষুধ দপ্তর এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তালিকায় রয়েছে অ্যান্টাসিড, মাল্টিভিটামিন এবং অ্যান্টিবায়োটিক। এনপিপিএ-এর ১৪৩ তম বৈঠকে, ওষুধের দাম কমার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনসাধারণের প্রয়োজনীয় ওষুধের দাম যাতে সাশ্রয়ী হয়, সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সমীক্ষা বলছে, মধুমেহ আক্রান্তের সংখ্যায় তালিকায় উপরের দিয়ে রয়েছে ভারতের নাম। দেশে ১০কোটিরও বেশি মধুমেহ আক্রান্ত রয়েছেন। এই সিদ্ধান্তে সুরাহা হবে তাঁদের।
  • Link to this news (আজকাল)