• ‌সন্দেশখালিতে অস্থায়ী শিবির খুলল সিবিআই
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সন্দেশখালিতে অস্থায়ী অফিস খুলল সিবিআই। যাবতীয় অভিযোগ শোনার জন্য এই ব্যবস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সন্দেশখালিতে থেকেই তদন্ত করবেন আধিকারিকরা। সিবিআইয়ের কাছে সন্দেশখালি নিয়ে যে অভিযোগগুলি জমা পড়েছে, তা খতিয়ে দেখার কাজ হবে ওই অস্থায়ী শিবিরে। অভিযোগকারীরাও সরাসরি কথা বলতে পারবেন সিবিআই আধিকারিকদের সঙ্গে। ইতিমধ্যেই একাধিক সিবিআই আধিকারিক সন্দেশখালি পৌঁছে গেছেন। সরাসরি অভিযোগ শোনার পাশাপাশি ইমেলের মাধ্যমে অভিযোগ জমা নেওয়াও জারি থাকবে। গ্রামের মানুষের সুবিধার জন্যই এই অস্থায়ী শিবির খোলা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির নারী নির্যাতন এবং জমি সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই। অভিযোগকারীদের সঙ্গে কথাও বলেছে সিবিআই। জমি সংক্রান্ত নথিও খতিয়ে দেখেছেন তাঁরা। এবার খোলা হল অস্থায়ী শিবির। 
  • Link to this news (আজকাল)