• একদিনে ৩০ হাজার‌ রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড এসএসকেএমের...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ একদিনে ৩০ হাজারের বেশি রোগীকে পরিষেবা দিয়ে নতুন রেকর্ড গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। গত সোমবার রাজ্যের ওই সুপার স্পেশালিটি হাসপাতালে ৩০ হাজারের বেশি রোগী চিকিৎসা পেয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে হাসপাতালের আউটডোরে প্রায় ১২ হাজার রোগী পরিষেবা পেয়েছেন। এর মধ্যে নতুন টিকিটের রোগী ছিলেন ৯৬১৬ জন। পুরনো টিকিট নিয়ে আবার দেখাতে এসেছিলেন ২৩৪৯ জন। কিউ আর কোড স্ক্যান করে চিকিৎসককে দেখান ৬৮৭ জন। ১৩০৩ জন রোগীকে ই–প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। ওই একই দিনে এমার্জেন্সি বিভাগে ৯৫৩ জনকে পরিষেবা দেওয়া হয়েছে। বিভিন্ন ইনডোর বিভাগে ভর্তি হন ৪৫৬ জন। রক্ত সহ বিভিন্ন নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছেন ১৪ হাজার ১৩৪ জন। চিকিৎসা শেষে ছুটি পান ১২৬ জন। বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে ১২২৯ জনকে। সবমিলিয়ে ৩০ হাজার ১৬৬ জন মানুষ ওইদিন নানা খাতে পিজি থেকে পরিষেবা পেয়েছেন। রোগী পরিষেবার নিরিখে ওই দিন রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে নীলরতন সরকার মেডিকেল কলেজ। সেখানে ১৫ হাজারেরও বেশি মানুষকে ওইদিন পরিষেবা দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
  • Link to this news (আজকাল)