• এবার তৈরি হবে সীতা মন্দির, কোথায়? জানিয়ে দিলেন শাহ
    আজ তক | ১৭ মে ২০২৪
  • রাম মন্দিরের পর এবার সীতা মন্দির তৈরি করবে বিজেপি। আর এই প্রতিশ্রুতি দিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার বিহারে একটি মেগা সমাবেশে ভাষণ দেওয়ার সময় এই তিনি বিহারের সীতামারীতে সীতা মন্দির তৈরির প্রতিশ্রুতি দেন। অমিত শাহ বলেন, 'প্রভু রামের জন্য রাম মন্দির তৈরি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রভু রাম তার আগে তাঁবুতে ছিলেন। কংগ্রেস এবং আরজেডি বছরের পর বছর ধরে রাম মন্দির নির্মাণে বাধা সৃষ্টি করেছে। কিন্তু মোদী মামলা জিতেছেন, ভিত্তি স্থাপন করেছেন এবং মন্দির উদ্বোধন করেছেন।'

    তিনি আরও বলেন, 'আমরা, বিজেপি ‘ভোট ব্যাঙ্ক’ নিয়ে ভয় পাই না। প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় রাম লালার মন্দির তৈরি করেছেন এখন বাকি কাজটি হল মা সীতার জন্মস্থানে একটি মহান স্মৃতিসৌধ তৈরি করা। যারা নিজেদেরকে রাম মন্দির থেকে দূরে রেখেছে তারা এটা করতে পারে না, কিন্তু কেউ যদি মা সীতার জীবনের মতো আদর্শ মন্দির তৈরি করতে পারে, তাহলে সেটা নরেন্দ্র মোদী, সেটা বিজেপি। আমরা অযোধ্যায় রাম মন্দিরের পরে সীতামারীতে সীতা মাতার একটি বিশাল মন্দির তৈরি করব।'

    লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ২০ মে বিহারের সীতামারিতে ভোট হবে। সমাবেশ চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইন্ডিয়া ব্লক ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদকে তীব্র আক্রমণ করেন। অমিত শাহ বলেন, 'আজ লালু যাদব, ক্ষমতার রাজনীতির দোহাই দিয়ে, তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী বানানোর জন্য, কংগ্রেস পার্টির কোলে গিয়ে বসেছেন, যারা সব সময় পিছিয়ে পড়া মানুষদের বিরোধিতা করে এসেছে। কংগ্রেস, আরজেডি কখনই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়ার কথা ভাবেনি, এটি মোদী সরকার করেছে।'
  • Link to this news (আজ তক)