• ‌ভোট পরবর্তী হিংসা মামলায় কাঁথির দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা ...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ কাঁথিতে মমতা ব্যানার্জির রোড শো–র পরদিনই পূর্ব মেদিনীপুরের দুই তৃণমূল নেতার বাড়িতে সিবিআই হানা দিল। ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার বলি হন চাঁদু (ওরফে জন্মেঞ্জয়) দোলাই। সেই মামলার তদন্তে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার ৩ নম্বর ব্লকের ভাজাচাউলির সিজুয়াতে শুক্রবার সকালে যায় সিবিআই। সেখানকার দুই তৃণমূল নেতা নন্দদুলাল মাইতি ও দেবব্রত পণ্ডার বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ২০২১ সালের বিধানসভা ভোটে এগরা থানার বাথুয়াড়ি এলাকায় জন্মেঞ্জয় দোলাই নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ ছিল নন্দদুলাল মাইতিদের বিরুদ্ধে। একটি মাঠ থেকে জন্মেঞ্জয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। তবে সিবিআইয়ের তালিকায় নন্দদুলালের নাম নেই। রয়েছে তাঁর ছেলে বুদ্ধদেব মাইতির নাম। এদিন সিবিআইয়ের আধিকারিকরা বুদ্ধদেবকে না পেয়ে নন্দদুলালকে জেরা করে ব্যর্থ হয়। অপরদিকে তৃণমূল নেতা দেবব্রত পণ্ডাকে না পেয়ে তাঁর মেয়েকে জেরা করে বলে খবর। এদিকে অভিযানের খবর পেয়ে সিবিআইয়ের তালিকায় নাম থাকা কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশচন্দ্র বেজ গা ঢাকা দিয়েছেন।প্রসঙ্গত, জন্মেঞ্জয় দোলাই এক সময় সিপিএম করতেন। ঘটনার পর বিকাশ বেজ–সহ ১১ জন তৃণমূল নেতা–কর্মীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ৬ জন তৃণমূল কর্মী গ্রেপ্তারও হয়। যদিও পরে জামিন পান সকলেই। এর পর মৃত জন্মেঞ্জয় দোলাইয়ের পরিবার সিবিআই তদন্তের দাবি জানায়। পরবর্তীতে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। তার পর একাধিকবার তৃণমূল নেতাদের নোটিস পাঠানো হয়। কয়েকজন হাজিরা দিলেও কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ বেজ হাজিরা এড়িয়ে যান। এসবের মধ্যেই সিবিআই এবার গেল কাঁথিতে। 
  • Link to this news (আজকাল)