• ‌সোমবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা, গরম থেকে স্বস্তি মিলবে'‌ ...
    আজকাল | ১৭ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সোমবার থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা বঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অবধি আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র গরমের অস্বস্তি বজায় থাকবে। আরও বাড়তে পারে তাপমাত্রা। বীরভূম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শনিবার এবং রবিবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় আগামী কয়েক দিন অস্বস্তিকর গরমের আবহাওয়া থাকবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। তবে গরমও বজায় থাকবে। এদিকে, হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৩ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গেয় বঙ্গে। এদিকে শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৯.‌২ ডিগ্রি। উত্তরবঙ্গেও রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে। আর দুই দিনাজপুর ও মালদায় শনিবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। 
  • Link to this news (আজকাল)