• ফের বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, প্লে অফে হায়দরাবাদ
    আজকাল | ১৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেকেআর-গুজরাট টাইটান্স ম্যাচের পর শুভমন গিলদের আরও একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল। বৃহস্পতিবার হায়দরাবাদে টানা বৃষ্টির জন্য এক বলও হল না সানরাইজার্স হায়দরাবাদ বনাম গুজরাট টাইটান্স ম্যাচের। যার ফলে দু'দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফে চলে গেল প্যাট কামিন্সরা‌। কেকেআর, রাজস্থান রয়্যালসের পর তৃতীয় দল হিসেবে প্লে অফের ছাড়পত্র সংগ্রহ করল সানরাইজার্স। নাইটদের কাছে রাজস্থান শেষ ম্যাচে হারলে এবং হায়দরাবাদ তাঁদের শেষ ম্যাচ জিতলে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করার হাতছানি থাকবে কামিন্সদের সামনে। আগের দিন ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ছিটকে যায় শুভমনরা। এদিন নিয়মরক্ষার ম্যাচ ছিল। বৃষ্টির জন্য পরপর দুটো ম্যাচ খেলা হল না গুজরাটের। খেলা শুরু দূর অস্ত, এদিনও টস হয়নি। মাঝে বৃষ্টি একটু কমায় টস আটটায় করার কথা হয়েছিল। সেক্ষেত্রে সাড়ে আটটার মধ্যেই শুরু হয়ে যেত খেলা। কিন্তু তার আগেই বৃষ্টির তেজ বাড়ে। তারপর আর মুহূর্তের জন্যও থামেনি। প্রায় ১০.১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কারণ খেলা শুরু হওয়ার শেষ সময় ছিল ১০.৫৬ মিনিট। সেক্ষেত্রে পাঁচ ওভারের ম্যাচ হত। কিন্তু টানা বৃষ্টিতে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। 
  • Link to this news (আজকাল)