• অাঁতকে ওঠার মতো ‘চন্দু চ্যাম্পিয়ন’
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৪
  • মুম্বই, ১৭ মে? কবির খানের ছবি চন্দু চ্যাম্পিয়নের পোস্টার দেখেই অাঁতকে উঠেছেন অনুরাগীা৷ ছবিটিতে না জানি কোন আশ্চর্য লুকিয়ে আছে৷ গত দুই দিনে, নির্মাতারা ছবিটির দুটি ব্যাক-টু-ব্যাক পোস্টার প্রকাশ্যে অনেছেন৷ যেখানে অভিনেতা কার্তিক আরিয়ানকে তাঁর শরীর এবং অ্যাবস তুলে ধরতেও দেখা গিয়েছে৷ তবে ইতিমধ্যে কার্তিকের কাকা-কাকিমার মৃতু্যর জেরে ছবির রিলিজ কিছুটা পিছিয়ে গিয়েছে বলেই খবর৷
    কার্তিক আরিয়ান তাঁর ইনস্টাগ্রামে ?চন্দু চ্যাম্পিয়ন?-এর একটি নতুন পোস্টার শেয়ার করেছেন৷ পোস্টারে আমরা যুদ্ধক্ষেত্রে অভিনেতার অদ্ভুত লুক দেখতে পাচ্ছি৷ যে যুদ্ধের মাঝখানে বন্দুক হাতে দাঁডি়য়ে চিৎকার করছেন তিনি৷
    ‘চন্দু চ্যাম্পিয়ন’ একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবি৷ যেখানে কার্তিক ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের ভূমিকায় অভিনয় করেছেন৷ ছবিটি ভারতীয় সেনাবাহিনীতে যুদ্ধ করার সময় পেটকার গুরুতর জখম হন এবং কী ভাবে তিনি তা কাটিয়ে উঠলেন তা দেখানো হবে বলেও জানা গিয়েছে৷ ‘চন্দু চ্যাম্পিয়ন’-এ আরও কার্তিক ছাড়াও অভিনয় করেছেন ভুবন অরোরা, পলক লালওয়ানি এবং অ্যাডোনিস কাপসালিস৷
    ছবিতে কার্তিককে একবার দেখেই ভক্তেরাও রীতিমতো অবাক৷ তাঁর চেহারায় একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করা যাচ্ছে৷ সকলেই কার্তিকের লুকের প্রশংসায় ভরিয়ে দিয়েছে বলা চলে৷ কার্তিকের শরীরে বিভিন্ন অ্যাবস দেখে ভক্তেরা সত্যিই মুগ্ধ৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)