• সিএএ নিয়ে হুঙ্কার মোদির, ‘দেশে এমন বাপের বেটা নেই যে বাতিল করে’
    দৈনিক স্টেটসম্যান | ১৮ মে ২০২৪
  • লখনউ, ১৭ মে? সিএএম নিয়ে হুঙ্কার মোদির৷ নির্বাচনি প্রচারমঞ্চে দাঁড়িয়ে মোদির ঘোষণা, ‘দেশে এমন কোনও মাই কা লাল (চলতি বাংলায় ভাবানুবাদে ‘বাপের বেটা’) জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?’  এই মর্মেই লোকসভা নির্বাচনের আবহে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিরোধী সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের আজমগডে় মোদি বলেন, ‘ভোটের প্রচারে ‘ইন্ডি’ (বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’) জোটের নেতারা বলছেন, তাঁরা সিএএ বাতিল করবেন৷ কিন্ত্ত সে ক্ষমতা কারও হবে না৷’
    তাৎপর্যপূর্ণভাবে, আজমগড় সংখ্যালঘু অধু্যষিত জেলা৷ পাশাপাশি, কংগ্রেস এবং সমাজবাদী পার্টির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে মোদি বলেন যে, তারা দেশের বাজেটকে ভাগ করতে চায় এবং সংখ্যালঘুদের জন্য ১৫ শতাংশ বরাদ্দ করতে চায়৷ মোদি এদিন বলেন, “সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মতো দলগুলি সিএএ ইসু্যতে মিথ্যা ছড়াচ্ছে তারা উত্তরপ্রদেশ-সহ সারা দেশ দাঙ্গায় জ্বালিয়ে দেওয়ার সাধ্যমতো চেষ্টা করেছিল৷ আজও এই ইন্ডিয়া জোটের লোকেরা বলে যে মোদি সিএএ এনেছেন এবং যেদিন তিনি যাবেন, সিএএ-ও সরিয়ে দেওয়া হবে৷ দেশ মে কোন মাই কা লাল প্যায়দা হুয়া হ্যায় জো সিএএ হটা সাকে? (এই দেশে এমন কেউ কি জন্মেছে যে সিএএ বাতিল করতে পারে?) কেউ সিএএ অপসারণ করতে পারবে না৷” তিনি আরও বলেন, “সিএএ-র অধীনে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে৷ এঁরা সেইসব মানুষ যাঁরা দীর্ঘদিন ধরে শরণার্থী হিসাবে দেশে বসবাস করছেন এবং ধর্মের ভিত্তিতে দেশভাগের শিকার হয়েছেন৷” মোদি আরও দাবি করেছেন যে তিনি বিরোধী দলগুলির জাল ধর্মনিরপেক্ষতার আবরণ সরিয়ে দিয়েছেন যার আড়ালে তারা হিন্দু ও মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লড়াই করতে বাধ্য করেছে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)