• সুপ্রিম নির্দেশের পরেও সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে আপত্তি রাজ্যপালের...
    আজকাল | ১৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা। রাজ্য সরকার ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তালিকা দিয়েছিল। তার মধ্যে ৭টিতে আপত্তি জানিয়েছেন সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বাকি ৮টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করতে হবে এক সপ্তাহের মধ্যে। এরপর ফের বোসকে তালিকা দিতে হবে রাজ্যকে। সেখান থেকে বাছাই হবে ৭টি বিশ্ববিদ্যলয়ের উপাচার্য। সার্চ কমিটি গঠন করে দেবে সুপ্রিম কোর্ট। উপাচার্য নিয়োগ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ জুলাই। মঙ্গলবার সুপ্রিম কোর্ট রাজ্যপালকে মৌখিক নির্দেশ দিয়েছিল রাজ্যের তালিকা থেকেই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করতে হবে। শীর্ষ আদালতের নির্দেশের পরেও রাজ্যের তালিকায় আপত্তি জানালেন সিভি আনন্দ বোস। ফলে, ফের উপাচার্য নিয়োগ নিয়ে তৈরি হল জটিলতা।
  • Link to this news (আজকাল)