• গাজা থেকে উদ্ধার তিন প‌‌ণবন্দির দেহ
    আজকাল | ১৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া থেকে তিন পণবন্দির দেহ উদ্ধার করেছে ইজরায়েল বাহিনী। মৃত পণবন্দিরা হলেন শানি লুক, অমিত বুসকিলা এবং ইজহাক গেলেরেন্তার। ইজরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেহগুলো একটি সুড়ঙ্গের ভেতর থেকে উদ্ধার করা হয়।  গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে হামাসের হামলার দিনই নোভা মিউজিক ফেস্টিভ্যালে তাদের হত্যা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। পরে তাদের দেহ গাজায় নিয়ে যাওয়া হয়। কয়েক দিন আগে পর্যন্ত গেলেরেন্তার এবং বুসকিলা জীবিত আছেন বলে মনে করা হচ্ছিল। তবে শানি লুকের অপহরণের ফুটেজ, তার খুলির একটি টুকরো শনাক্ত করার পর মৃত্যু সম্পর্কে আগেই নিশ্চিত হওয়া গিয়েছিল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘‌এই ঘটনায় মর্মাহত। তাদের পবিরারের প্রতি সমবেদনা জানাচ্ছি। জীবিত অথবা মৃত আমরা আমাদের সব পণবন্দিকে ফেরাব’‌। এদিকে হামাসের হাতে এখনও প্রায় ১২৫ জন পণবন্দি রয়েছে। তবে তাদের মধ্যে কতজন জীবিত আছেন, তা নিশ্চিত নয়। 
  • Link to this news (আজকাল)