• বাংলায় ব্যবসায়ীদের সহায়তা করবে ‘ফ্রেন্ডস অফ বেঙ্গল’
    আজকাল | ১৮ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলা থেকে এবার উঠে আসবেন আরো অনেক ভাল উদদ্যোগপতি। এই চ্যালেঞ্জকে সামনে রেখে ফ্রেন্ডস অফ বেঙ্গল নামে একটি এনজিও কাজ শুরু করল। বাংলার প্রতিটি ঘরে ঘরেই ব্যবসায়ী রয়েছে। শুধু দরকার একটু সহায়তা। এই কাজই করবে ফ্রেন্ডস অফ বেঙ্গল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেয়োফোনের রিমঝিম রায়, ড্রাইভার্স ফর মি-র রাজর্ষি নাগ এবং জিব্রাল্টারের অর্পণ বসু। বাংলা থেকে ব্যবসার উপযুক্ত কাঠামো তৈরি করতে যে বিনিয়োগ প্রয়োজন তাকে সহায়তা দেবে এই তিনটি সংস্থা। ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থেকে কাজ করবে ফ্রেন্ডস অফ বেঙ্গল। কেন্দ্রীয় সরকারের ‘মেড ইন ইন্ডিয়া’কে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই এনজিও সংস্থার প্রধান টার্গেট।
  • Link to this news (আজকাল)