• রাজ্যে এল ১০০০ একে ১০৩ রাইফেল, তুলে দেওয়া হবে জঙ্গলমহলের পুলিশের হাতে ...
    আজকাল | ১৮ মে ২০২৪
  • বিভাস ভট্টাচার্য: আরও আধুনিক হচ্ছে রাজ্য পুলিশ। এবার একলপ্তে তাদেরকে দেওয়া হচ্ছে ১০০০ একে ১০৩ রাইফেল। সম্প্রতি এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রাজ্যে চলেও এসেছে। যা এবার জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হবে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের একটি সূত্র জানিয়েছে, ধীরে ধীরে রাজ্য পুলিশের থেকে থ্রি নট থ্রি রাইফেল একেবারেই তুলে নেওয়া হচ্ছে। তার জায়গায় এই অত্যাধুনিক রাইফেল তাদের হাতে তুলে দেওয়া হবে। জেলা পুলিশ বা বিশেষত ঝাড়গ্রাম-সহ যেই জেলাগুলি মাওবাদী উপদ্রুত অঞ্চল বলে একসময়ে পরিচিত ছিল সেই জেলা পুলিশের হাতেই এই অত্যাধুনিক রাইফেল আগে তুলে দেওয়া হবে। গত ৮ মে ভার্চুয়ালি দেশের সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। বৈঠকে রাজ্যের যে সমস্ত জেলা একসময়ে মাওবাদী উপদ্রুত হিসেবে চিহ্নিত ছিল সেই সমস্ত জেলার জন্য রাজ্যের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২৩ কোটি ১১ লক্ষ টাকা চাওয়া হয়। রাজ্য পুলিশের এক শীর্ষ কর্তা জানান, ওই জেলায় পুলিশের হাতে অত্যাধুনিক রাইফেল, হ্যান্ড গ্রেনেড, স্টান্ট গ্রেনেড-সহ অন্যান্য জিনিসপত্র এবং অতি অবশ্যই সিসিটিভি বসানোর কাজ হবে। তবে সিসিটিভি শুধুমাত্র মাওবাদী উপদ্রুত অঞ্চলেই নয়, ধীরে ধীরে গোটা রাজ্যের সমস্ত জেলাতেই সিসিটিভি বসানোর কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন ওই শীর্ষ কর্তা। তাঁর কথায়, আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেকথা মাথায় রেখেই এই পরিকল্পনা করা হয়েছে।
  • Link to this news (আজকাল)