• ক্যানসার আক্রান্ত কর্মীকে 'মার', পাটুলি থানা ঘেরাও সৃজনের
    প্রতিদিন | ১৮ মে ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে যাদবপুর লোকসভা কেন্দ্রে অশান্তি। পাটুলিতে(Patuli) ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। প্রতিবাদে থানা ঘেরাও সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের। তৃণমূলের বিরুদ্ধে ?দাদাগিরি?র অভিযোগে সরব তিনি।

    শুক্রবার পাটুলিতে সিপিএমের জনসভা ছিল। অভিযোগ, সুজয় মিত্র নামে এক তৃণমূল কর্মী তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তার প্রতিবাদ করেন সিপিএম কর্মী-সমর্থকরা। উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, সভা শেষে ফের সিপিএম কর্মী অভীক চৌধুরীর সঙ্গে সুজয় মিত্রের বচসা বাঁধে। অভিযোগ, তখনই ক্যানসার আক্রান্ত অভীক চৌধুরীকে বেধড়ক মারধর করা হয়। তারই প্রতিবাদে সরব সিপিএম। শনিবার সকালে পথে নেমে আন্দোলনে শামিল কর্মী-সমর্থকরা। পথ অবরোধও করেন তাঁরা। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে পাটুলি থানা ঘেরাও করেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য(Srijan Bhattacharya)।

    দলীয় কর্মীকে মারধরের প্রতিবাদে সরব সিপিএম। সৃজন ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। বলেন, ?চূড়ান্ত অমানবিক। ভয়ে তৃণমূলের হাঁটু ঠকঠক করে কাঁপছে। তা না গসে কেউ ক্যানসার আক্রান্তকে মারধর করে? এই ঘটনায় আমরাই সুবিধা পাব। ভোট বাড়বে আমাদের।? যদিও ক্যানসার আক্রান্ত মারধরের ঘটনা অস্বীকার করেছে শাসক শিবির। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটের জন্য সিপিএমকে মারধরের কোনও প্রয়োজন নেই। খবরে থাকার জন্য সিপিএম এসব করছে বলেই দাবি তৃণমূলের। আগামী ১ জুন যাদবপুরে ভোট। তার আগে এই অশান্তিতে রাজনৈতিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)