• কেন প্রার্থী হলেন না? একান্ত সাক্ষাৎকারে কারণ জানালেন প্রিয়াঙ্কা
    আজ তক | ১৯ মে ২০২৪
  • Priyanka Gandhi Exclusive Interview: পুরোদমে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার মধ্যে তিন দফার ভোট এখনও বাকি। প্রচার ও বক্তৃতার ব্যস্ততার মাঝেই, আজতকের সঙ্গে বিস্তারিত আলোচনা করলেন কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। ইন্ডিয়া টুডে-র কনসাল্টিং এডিটর রাজদীপ সরদেশাইয়ের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করা, কংগ্রেস পরিবার আমেঠি ছেড়ে যাওয়া এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'আমরা কখনই আমেঠি-রায়বরেলি ছেড়ে যাইনি, দুই এলাকার সঙ্গেই আমাদের আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে।'

    প্রিয়াঙ্কা গান্ধীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, আপনি কংগ্রেসের অন্যতম জনপ্রিয় মুখ। আপনার বক্তৃতার ভিডিও ভাইরাল হচ্ছে, আপনার জন্য প্রচারও করা হচ্ছে, কিন্তু একটা বিষয় বাকিই থেকে গিয়েছে। সেটা হল, এবারও আপনি প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে নামেননি। আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না কেন? এই প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'গত ১৫ দিন ধরে আমি রায়বেরেলিতে আছি। আমেঠি ও রায়বেরেলি অঞ্চলের সঙ্গে আমাদের পুরনো পারিবারিক সম্পর্ক রয়েছে। এখানকার মানুষ এটাই আশা করেন যে আমরা তাঁদের সবার মাঝে আসব। গ্রামে গ্রামে গিয়ে কথা হবে তাঁদের সঙ্গে। এখানে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ভোট করানো যায় না।'

    প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'যদি আমরা দু'জনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতাম, তাহলে দু'জনকেই ১৫ দিন নিজেদের এলাকায় থাকতে হত। আমরা দু'জনেই দেশজুড়ে প্রচার চালাচ্ছিলাম। তাই আমরা এটাই ঠিক করেছিলাম যে, সারাদেশে প্রচার চালিয়ে যাওয়াটাই সঠিক।'

    একদিন না একদিন প্রার্থী হবেন? এই প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, 'কোনও একদিন কী হবে, তা আমি-আপনি কেউই বলতে পারি না। প্রার্থী হওয়ার কথাও ভাবিনি, তবে দলের জন্য কাজ করে যাব। যদি সবাই মনে করে আমি নির্বাচনে লড়ব, তাহলে আমিও নির্বাচনে লড়ব। আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আলাদা কিছু নেই।'

    প্রিয়াঙ্কাকে আরও জিজ্ঞাসা করা হয়, রাহুল গান্ধীকে নিয়ে প্রচার চলছে যে, তিনি পালিয়ে গিয়েছেন। আপনাকে নিয়ে বলা হচ্ছে, প্রিয়াঙ্কা ভয় পাচ্ছেন। তাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলে এসব প্রশ্নের মুখোমুখি হবেন কীভাবে? এর জবাবে প্রিয়াঙ্কা গান্ধী পাল্টা প্রশ্ন করেন, 'প্রধানমন্ত্রী মোদী গুজরাট থেকে লড়ছেন না, তাহলে তিনি কি সেখান থেকে ভয়ে পালিয়েছেন?'
  • Link to this news (আজ তক)