• ভোট নিয়ে বিশেষ বার্তা সলমনের
    দৈনিক স্টেটসম্যান | ১৯ মে ২০২৪
  • মুম্বই, ১৮ মে? বেশ কয়েক বছর আগেও দবং ভাইজানকে ভোট এলেই দেখা যেত কখনও বিনোদ খান্নার জন্য কখনও বিজেপির প্রচারে, আবার কখনো মিলিন্দ দেওরার জন্য কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে৷ যদিও সেগুলি এখন অতিত৷ আগামী সোমবার, ২০ মে পঞ্চম দফায় মহারাষ্ট্রে ভোট রয়েছে৷ তার প্রাক্কালেই বিশেষ বার্তা দিলেন সলমন খান৷  সিনেমার কাজ নিয়েই ব্যস্ত বলিউড সুপারস্টার৷ তবে চলতি নির্বাচনী আবহে বিশেষ বার্তা দিলেন ভাইজান৷
    আগামী ২০ মে সলমন নিজেও ভোট দিতে যাবেন বলে জানালেন৷ এক্স হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশে অভিনেতা লিখলেন, “যা খুশি হয়ে যাক আমি ৩৬৫ দিন শরীরচর্চা করি৷ আর এবার যত ব্যস্ততাই থাকুক না কেন, আগামী ২০ তারিখ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব৷ তাই তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো, তবে ভোটটা দিও৷ আর হ্যাঁ ভারতমাতাকে কোনও কষ্ট দিও না৷ ভারতমাতা কী জয়!”
    সলমনই অবশ্য প্রথম নন৷ এর আগে রণবীর কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারাও চতুর্থ দফা ভোটের আগে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ প্রত্যেকেই অনুরাগীদের মৌলিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়ে বলেছিলেন, ‘জাগো, জনতা জনার্দন’৷
    এই ক্যাম্পেইনে শামিল হয়েছিলেন বোমান ইরানি, শঙ্কর মহাদেবন, রাশি খান্না, প্রীতম চক্রবর্তী, নেহা কক্কর এবং ক্রিকেটার রিষভ পন্থও৷ গত ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে৷ কয়েক দফার ভোট নির্বিঘ্নে মিটেছে৷ উল্লেখ্য, এর আগে কখনও ভারতে এত সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্রের উৎসব পালিত হয়নি৷ মুম্বই, ১৮ মে? বেশ কয়েক বছর আগেও দবং ভাইজানকে ভোট এলেই দেখা যেত কখনও বিনোদ খান্নার জন্য কখনও বিজেপির প্রচারে, আবার কখনো মিলিন্দ দেওরার জন্য কংগ্রেসের হয়ে প্রচার করতে দেখা গিয়েছে৷ যদিও সেগুলি এখন অতিত৷ আগামী সোমবার, ২০ মে পঞ্চম দফায় মহারাষ্ট্রে ভোট রয়েছে৷ তার প্রাক্কালেই বিশেষ বার্তা দিলেন সলমন খান৷  সিনেমার কাজ নিয়েই ব্যস্ত বলিউড সুপারস্টার৷ তবে চলতি নির্বাচনী আবহে বিশেষ বার্তা দিলেন ভাইজান৷
    আগামী ২০ মে সলমন নিজেও ভোট দিতে যাবেন বলে জানালেন৷ এক্স হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশে অভিনেতা লিখলেন, “যা খুশি হয়ে যাক আমি ৩৬৫ দিন শরীরচর্চা করি৷ আর এবার যত ব্যস্ততাই থাকুক না কেন, আগামী ২০ তারিখ আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাব৷ তাই তোমাদের যা ইচ্ছে হয় তোমরা তাই করো, তবে ভোটটা দিও৷ আর হ্যাঁ ভারতমাতাকে কোনও কষ্ট দিও না৷ ভারতমাতা কী জয়!”
    সলমনই অবশ্য প্রথম নন৷ এর আগে রণবীর কাপুর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রারাও চতুর্থ দফা ভোটের আগে আমজনতাকে গণতন্ত্রের উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন৷ প্রত্যেকেই অনুরাগীদের মৌলিক অধিকার প্রয়োগ করার বার্তা দিয়ে বলেছিলেন, ‘জাগো, জনতা জনার্দন’৷
    এই ক্যাম্পেইনে শামিল হয়েছিলেন বোমান ইরানি, শঙ্কর মহাদেবন, রাশি খান্না, প্রীতম চক্রবর্তী, নেহা কক্কর এবং ক্রিকেটার রিষভ পন্থও৷ গত ১৯ এপ্রিল থেকে দেশে লোকসভা নির্বাচন শুরু হয়েছে৷ কয়েক দফার ভোট নির্বিঘ্নে মিটেছে৷ উল্লেখ্য, এর আগে কখনও ভারতে এত সুদীর্ঘ সময় ধরে গণতন্ত্রের উৎসব পালিত হয়নি৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)