• একমাসে ২৩%! চড়চড়িয়ে বাড়ছে আলুর দাম, আরও বাড়ার আশঙ্কা'
    ২৪ ঘন্টা | ১৯ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আলুর দাম ঊর্ধ্বমুখী। দাম আরও বাড়বে এমনটাই আশঙ্কা সকলের। সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছে আলু। ইতিমধ্যেই দেশের স্থানীয় বাজারগুলিতে তুলনামূলকভাবে অনেক বেশি মূল্যে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। আগামীদিনে আলুর দাম আরও ৫ থেকে ১০ শতাংশ বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীদের একটা বড় অংশ। রিপোর্ট অনুযায়ী, বাংলা এবং উত্তরপ্রদেশের মতো প্রধান আলু উৎপাদনকারী রাজ্যগুলিতে উৎপাদন হ্রাস পেয়েছে।

    ব্যবসায়ীদের মতে, আলুর পাইকারি দাম আগের মাসের তুলনায় ২৩% বেড়েছে এবং গত বছরের তুলনায় ৩৩.২% বেড়েছে। খুচরো বাজারে এর প্রভাব স্পষ্ট। গড়িয়াহাট এবং মানিকতলার মতো বাজারে এপ্রিল মাসে ২৬ টাকা থেকে ৩৪-৩৫ টাকা প্রতি কেজি মূল্য বৃদ্ধি হয়েছে জ্যোতি আলুর দাম। এমনকি শহরের অন্যান্য প্রান্তে দাম প্রতি কেজি ৩৩-৩৪ টাকার কাছাকাছি রয়েছে। যেখানে চন্দ্রমুখী জাতের দাম প্রতি কেজি ৪০টাকা।কৃষি বিভাগের অগ্রিম অনুমান ২০২২-২৩ সালে১.২ কোটি টনের তুলনায় ২০২৩-২৪ সালে ৯০ লক্ষ টন কম ফলন হবে, ব্যবসায়ীরা আশা করছেন যে অদূর ভবিষ্যতে আলুর দাম বেশি থাকবে। বাংলার ৪৬২ টি কোল্ড স্টোরেজ ৭৫ লাখ টন আলু সংরক্ষণ করতে পারে। ইতিমধ্যেই দেশের স্থানীয় বাজারগুলিতে তুলনামূলকভাবে অনেক বেশি মূল্যে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। কিন্তু, আগামী দিনে একাধিক আনাজের দাম কমার প্রত্যাশা থাকলেও এই বছরের একেবারে শেষ সময়ের আগে আলুর দাম কমার সেইভাবে কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
  • Link to this news (২৪ ঘন্টা)