• আগ্রায় বড় খবর, তাজ মহলেরও প্রতিযোগী এসে গেল! এবার...
    ২৪ ঘন্টা | ১৯ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক নতুন সাদা মার্বেল প্যালেস দর্শনার্থীদের টানছে সেই জায়গার সৌন্দর্য্যের জন্য। দর্শনার্থীরা তাজমহল থেকে প্রায় ১২ কিমি দূরে অবস্থিত সোমি বাগে রাধাসোয়ামি সম্প্রদায়ের প্রতিষ্ঠা এবং সদ্য নির্মিত এই সমাধিকে প্রসিদ্ধ তাজমহলের সঙ্গে তুলনা করেছে।

    সমাধিটি রাধা সোমি বিশ্বাসের প্রতিষ্ঠাতা পরম পুরুষ পূর্ণ ধনি স্বামীজি মহারাজকে উৎসর্গ করা হয়েছে। আগ্রার দয়ালবাগ এলাকার সোমিবাগ কলোনীতে বিশাল সমাধিটি অবস্থিত। প্রতিদিন বাসে করে এসে প্রচুর পর্যটক সমাধি পরিদর্শন করে এবং প্রদর্শনে থাকা চমৎকার কারুকার্যের প্রতি তাঁদের প্রশংসা ও বিস্ময় প্রকাশ করে। প্রবেশদ্বার বিনামূল্যে খোলা কিন্তু ফটোগ্রাফির  কোনও অনুমতি নেই।

    সাদা মার্বেলের এই কাঠামো আগ্রায় ঘুরতে আসা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় আকর্ষণ হয়ে উঠেছে। অনেকেই সমাধির মহিমা দেখে বিস্মিত এবং এটিকে তাজমহলের একটি যোগ্য প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন।

    তাজমহলের মতো না, সোমি বাগ সমাধির নির্মাণ এক শতাব্দীরও বেশি সময় ধরে চলেছিল। যেখানে তাজমহল বানাতে লেগেছিল মাত্র ২২ বছর।

    একজন নিবেদিতপ্রাণ অনুসারী প্রমোদ কুমার, উল্লেখ করেছেন যে সমাধি নির্মাণটি তাঁদের ধর্মীয় বিশ্বাস দ্বারা তৈরি। এর নির্মাতাদের অটল বিশ্বাস, উত্সাহ এবং উত্সর্গের প্রমাণ ছিল এই সৌধ।

    ৫২ টি কূপের উপর ভিত্তি করে তৈরি, ১৯৩-ফুট লম্বা কাঠামো নিঃসন্দেহে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলির মধ্যে একটি।
  • Link to this news (২৪ ঘন্টা)