• ইজরায়েলকে প্যালেস্টাইন থেকে বিতাড়িত করার স্লোগানে উত্তাল মার্কিন ক্যাপিটল...
    আজকাল | ১৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলের সামনে বিক্ষোভ করেছেন শত শত প্যালেস্টাইনপন্থী। বিক্ষোভ থেকে তাঁরা ইজরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দিয়েছেন। স্লোগানের মধ্যে ছিল- ‘চুরি করা জমিতে শান্তি নেই’, ‘হত্যা বন্ধ কর, অপরাধ বন্ধ কর’, ‘ইজরাইলকে প্যালেস্টাইন থেকে বের করে দাও।’ ইজরায়েল প্রতিষ্ঠার ‘নাকবা’ দিবসকে স্মরণ করে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ১৯৪৮ সালে ইজরায়েল প্রতিষ্ঠার ‘নাকবা’এর সময় ৭ লক্ষ প্যালেস্টাইনি তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়। এই দিনকে স্মরণ করে ওয়াশিংটনে সমাবেশ করে শত শত বিক্ষোভকারী।তাঁরা প্যালেস্টাইনিদের সমর্থনে এবং গাজায় হামাসের বিরুদ্ধে ইজরায়েলি সামরিক অভিযান অবিলম্বে সমাপ্তির আহ্বান জানান। বিক্ষোভকারীরা ইজরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেনের উপর তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।
  • Link to this news (আজকাল)