• থাইল্যান্ড ওপেনে পুরুষদের ডবলসে চ্যাম্পিয়ন সাত্বিক-চিরাগ ...
    আজকাল | ১৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকের আগে বড় সাফল্য। থাইল্যান্ড ওপেন সুপার ৫০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ডবলসে চ্যাম্পিয়ন হলেন সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। স্ট্রেট গেমে ভারতের তারকা জুটি হারায় চীনের চেন বো ইয়াং এবং লিউ য়িকে।‌ ম্যাচের ফলাফল ২১-১৫, ২১-১৫। নবম বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতে নিলেন সাত্বিক-চিরাগ। মার্চে ফরাসি ওপেন সুপার ৭৫০ এর পর এটা ভারতীয় জুটির দ্বিতীয় খেতাব। গত কয়েকটা টুর্নামেন্টে ব্যর্থতার পর অলিম্পিকের আগে এই জয়, নিঃসন্দেহে তাঁদের মনোবল বাড়াবে। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে হারেন তাঁরা। সাত্বিকের চোটের জন্য এশিয়া চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেনি। থমাস কাপেও সাফল্য আসেনি। থাইল্যান্ড ওপেনে শুরু থেকেই ছন্দে ছিল এই জুটি। কোনও গেম না হেরে ফাইনালে ওঠে। তাই শুরু থেকেই ফেভারিট ছিল ভারতীয় জুটি। এদিন প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি তাঁরা। স্ট্রেট গেমেই বাজিমাত করে। জয়ের পর চিরাগ বলেন, 'ব্যাংকক সবসময়ই আমাদের জন্য স্পেশাল। ২০১৯ সালে আমাদের প্রথম সুপার সিরিজ খেতাব এখানেই জিতেছি। তারপর থমাস কাপও জিতি। তাই এটা আমাদের কাছে স্পেশাল।' জয়ের পর উৎসবে মাতে ভারতীয় জুটি। ব়্যাকেট হাতে নিয়েই নাচতে শুরু করেন সাত্বিক। দর্শকদের মধ্যে শার্ট ছুড়ে মারেন চিরাগ। অলিম্পিকের প্রাক্কালে এই জয়, তাঁদের মনোবল একলাফে অনেকটাই বাড়িয়ে দেবে। 
  • Link to this news (আজকাল)