• সুন্দরবনে চোরাশিকারীদের গুলিতে মৃত্যু বনকর্মীর
    আজকাল | ১৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুন্দরবনে খুন বনকর্মী। চোরাশিকারীদের গুলিতে প্রাণ হারালেন অমলেন্দু হালদার। ৫৯ বছরের এই ব্যক্তি রায়দিঘির বাসিন্দা ছিলেন। শনিবার সন্ধেয় বোট নিয়ে টহল দিতে বেরিয়েছিলেন। সে সময় বনকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় চোরাশিকারীরা। পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধেয় সুন্দরবনের বিদ্যা রেঞ্জে অফিসের অধীনে নেতাধোপানি ক্যাম্প এলাকায় ঘটনাটি ঘটেছে। বোটে নিহত বনকর্মীর সঙ্গে ছিলেন আরও তিনজন কর্মী ও বোটের ২ কর্মী। চোরাশিকারীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর দুইপক্ষই গুলি চালায়। নিহত বনকর্মীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে গুলি করার পরেও, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর বাকি কর্মীরা পালিয়ে যান। সকালে বন দপ্তরের বাকি কর্মীদের খোঁজ পাওয়া যায়। সকাল থেকে জঙ্গলে অভিযুক্ত চোরাশিকারীদের খোঁজ শুরু হয়েছে।
  • Link to this news (আজকাল)