• ফের বাড়ছে করোনা সংক্রমণ, বাংলায় কেপি.২-তে আক্রান্ত ৩০
    আজকাল | ১৯ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। করোনার নতুন উপ প্রজাতি কেপি.২-এর বাড়বাড়ন্ত। বাংলায় করোনার এই নয়া উপ প্রজাতিতে আক্রান্ত ৩০ জন। গোটা দেশের মধ্যে এর আগে কেপি.২-তে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে মহারাষ্ট্র, কেরল, কর্ণাটকে। এবার বাংলাতেও নয়া উপ প্রজাতিতে আক্রান্তের খোঁজ পাওয়া গেল। দেশজুড়ে এখনও পর্যন্ত করোনার এই উপ প্রজাতিতে আক্রান্ত হয়েছেন ২৭২ জন। এর মধ্যে বাংলায় আক্রান্ত ৩০ জন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত চার মাসে রাজ্যে করোনা আক্রান্তদের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে কপি.২ পজিটিভ ৩০ জন। তবে এই উপ প্রজাতি ঘিরে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সংক্রমণ এড়াতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
  • Link to this news (আজকাল)