• ফের বৃষ্টির থাবা কেকেআরের ম্যাচে, পিছিয়ে গেল টস
    আজকাল | ২০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আবার বৃষ্টি থাবা বসাল কলকাতা লাইট রাইডার্সের ম্যাচে। রবিবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচ নাইটদের। কিন্তু বৃষ্টির জন্য নির্ধারিত সময় ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা নেই। গুয়াহাটিতে টসও পিছিয়ে গেল। পিচ কভারে ঢাকা রয়েছে। ঠিক কখন খেলা শুরু হবে এখনও বলা যাচ্ছে না। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের পর আর কোনও ম্যাচ খেলতে পারেনি নাইটরা। বৃষ্টির জন্য গুজরাট ম্যাচ ভেস্তে যায়। আহমেদাবাদ থেকে ফিরে একদিন কলকাতায় অনুশীলন করে গুয়াহাটি উড়ে যায় দল। প্লে অফে নামার আগে এই ম্যাচটাকে মহড়া হিসেবে নেবে শ্রেয়স আইয়াররা। ফিল সল্ট দেশে ফিরে যাওয়ায় ওপেনিংয়ে সুনীল নারিনের সঙ্গে রহমতুল্লাহ গুরবাজকে নামিয়ে দেখে নিতে চাইবে নাইটরা। এদিকে রবিবার প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে হারিয়ে দু'নম্বরে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট কামিন্সদের। তিন নম্বরে নেমে গেল রাজস্থান রয়্যালস। প্রথম দুইয়ে থাকতে কেকেআরকে হারাতেই হবে সঞ্জু স্যামসনদের। বৃষ্টিতে খেলা ভেস্তে গেলে হায়দরাবাদের সঙ্গে সমসংখ্যক পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে থাকায় তিন নম্বরেই থাকবে রাজস্থান। সেক্ষেত্রে প্লে অফে নাইটদের প্রতিপক্ষ হবে হায়দরাবাদ। 
  • Link to this news (আজকাল)