• গোপনীয়তা ভাঙার অভিযোগ, সম্প্রচারকারী চ্যানেলের ওপর চটলেন রোহিত...
    আজকাল | ২০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ রোহিত শর্মা। রবিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় যাবতীয় ক্ষোভ উগড়ে দেন মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক। দাবি করেন, অনুরোধ করা সত্ত্বেও তাঁর সঙ্গে ক্রিকেটারদের আলোচনা রেকর্ড করা হয়েছে। সেগুলো টিভিতেও সম্প্রচার করা হয়েছে। গোপনীয়তা ভঙ্গের অভিযোগে তোলেন। নিজের এক্স হ্যান্ডেলে রোহিত লেখেন, 'ক্রিকেটারদের জীবনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। ক্যামেরা তাঁদের জীবনের প্রত্যেক ঘটনা এবং কথাবার্তা রেকর্ড করছে। সতীর্থ এবং পুরোনো বন্ধুবান্ধবের সঙ্গে অনুশীলনে বা ম্যাচের দিনে যে কথাবার্তা হচ্ছে, সেটাও সম্প্রচারিত হচ্ছে। স্টার স্পোর্টসকে আমি অনুরোধ করেছিলাম আমাদের আলোচনা রেকর্ড না করতে। তাসত্ত্বেও ওরা সেটা করেছে এবং টিভিতে দেখিয়েছে। যা গোপনীয়তা ভঙ্গ। এক্সক্লুসিভ কন্টেন্ট দেখানো এবং ভিউ বাড়ানোর চক্করে একদিন সমর্থক, ক্রিকেট এবং ক্রিকেটারের মধ্যে বিশ্বাস ভেঙে দেবে। আশা করছি শীঘ্রই শুভ বুদ্ধির উদয় হবে।' লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচের আগের দিনের ঘটনার পরিপ্রেক্ষিতেই এমন লিখেছেন রোহিত। অনুশীলনের ফাঁকে প্রাক্তন সতীর্থ ধবল কুলকার্নির সঙ্গে কথা বলতে দেখা যায় রোহিতকে। তার ভিডিও রেকর্ড করা হয়। সেটা দেখেই সঙ্গে সঙ্গে রোহিত হাতজোড় করে অডিও অফ করে দেওয়ার অনুরোধ জানান। বলেন, 'ভাই, আমাদের কথাবার্তা রেকর্ড করো না। একটা ভিডিও আমাকে সমস্যায় ফেলেছে।' কেকেআরের ম্যাচের ঘটনার উল্লেখ করেন রোহিত। ইডেনে প্র্যাকটিসের ফাঁকে নাইটদের সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনেক মনের কথা ভাগ করে নেন রোহিত। সেখানে মুম্বই দল নিয়েও কথাবার্তা হয়। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় নাইট রাইডার্স। এরপরই বিতর্কের সৃষ্টি হয়। যদিও সঙ্গে সঙ্গেই সেই ভিডিও ডিলিট করে দেয় কেকেআর। এই একটি ঘটনার থেকে শিক্ষা নিয়েছেন রোহিত। সেই কারণেই সেদিন ক্যামেরাম্যানকে ভিডিও না তোলার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেটা শেষপর্যন্ত রাখা হয়নি। গোপনীয়তা ভঙ্গ করে সেই ভিডিও সম্প্রচার হয়। তাতেই ক্ষোভ উগরে দিলেন মুম্বইয়ের প্রাক্তন নেতা। 
  • Link to this news (আজকাল)