• শিলচর- বরাক উপত্যকায় পালিত হল ভাষা শহীদ দিবস
    আজকাল | ২০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসামের শিলচর এলাকা এবং সম্পূর্ণ বরাক উপত্যকায় ১৯ মে উজ্জাপিত হল "ভাষা শহীদ দিবস"। ১৯৬১ সালে এই দিনেই শিলচর রেল স্টেশনের কাছে পুলিশের গুলিতে নিহত হন ১১ জন নিরীহ প্রতিবাদকারী। বরাক উপত্যকায় বাংলা ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে এবং অসমিয়া ভাষাকে আসামে একমাত্র সরকারি ভাষার স্বীকৃতির ঘোষণার প্রতিবাদ জানাচ্ছিলেন তাঁরা। সেই সময় জমায়েত মিছিলে অতর্কিতে গুলি চালায় পুলিশ। সেই ঘটনাতেই মৃত্যু হয় ১১ জনের। এরপর এই প্রতিবাদ এক বিরাট আকার ধারণ করায় তৎকালীন আসাম সরকার বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই দিনটি শুধুমাত্র শিলচর বা বরাক উপত্যকার অধিবাসীদেরই নয় আপামর বাঙালি জাতির জন্য গর্বের। ১১ জন শহীদের মধ্যে ছিলেন কমলা ভট্টাচার্য। শনিবার শিলচরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে কমলাদেবীর ভাইজি বিশিষ্ট লেখিকা বর্ণালী ভট্টাচার্যের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বর্ণালী জানান যে "The Saga of Bengali Language Martyrs" শীর্ষক বইটি এই শহীদের রক্তে রাঙানো ইতিহাসকে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে সক্ষম হবে।
  • Link to this news (আজকাল)