• সন্ধেয় ঝড় ও ঘনঘন বজ্রপাতের সতর্কতা, কোন কোন জেলায়? জানুন পূর্বাভাস
    আজ তক | ২০ মে ২০২৪
  • একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার ওপরে। এর জেরে ১৯ মে থেকে ২২ মের মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দমকা হাওয়ার গতির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ওইসময় ঘন ঘন বাজ পড়তে পারে। তাই বাড়ি থেকে ওইসময় না বেরোনোর পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাইরে থাকলে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে বৃষ্টি হতে পারে।

    সোমবার দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। একই সম্ভাবনা মঙ্গলবারেও। ঝড়বৃষ্টি বেশি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে হাওয়ার বেগ কিছুটা কমলেও বৃষ্টি চলবে।

    উত্তরবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। ভারী বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটারের বেশি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। মালদহে ভারী বৃষ্টি না হলেও সারা সপ্তাহ ধরেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। সেই সঙ্গে গরমের অস্বস্তিও বজায় থাকবে।

     
  • Link to this news (আজ তক)