• 'ব্র্যান্ড মোদী....নয়', বিজেপিকে ভয় ধরিয়ে দেওয়ার মতো কথা প্রশান্ত কিশোরের মুখে
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটের মুখে যা বলেছিলেন তার থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। একসময় বলেছিলেন ৪০০ পার ফল বিজেপির জন্য খুব একটা অবাস্তব নয়। আর বাংলার পঞ্চম দফার ভোটের আগে প্রশান্ত কিশোরের দাবি, কোনও দল বা নেতা তার কাছে চ্যালেঞ্জ না হলেও আমজনতাই মোদীর কাছে এখন বড় চ্যালেঞ্জ।

    দক্ষিণ ভারতের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে প্রশান্ত কিশোর বলেন, মানুষ এখন বুঝতে পারছেন ব্র্যান্ড মোদী অপরাজেয় নন। কেউ তাঁকে চ্যালেঞ্জ করতে পারে না এমনটা একেবারেই নয়। কোনও রাজনৈতিক দল বা রাজনীতিবিদ তাঁকে চ্যালেঞ্জ করুক বা না করুক সাধারণ মানুষ এখন তাঁকে চ্যালেঞ্জ করছেন।প্রশান্ত কিশোর বলেন, এই দেশে যেখানে এখনও দেশের ৬০ কোটি মানুষ রোজ ১০০ টাকার বেশি আয় করতে পারেন না সেখানে সরকারের বিরোধিতা কখনও দু্র্বল হতে পারে না। এই ভুলটা না করাই ভালো। এদেশে বিরোধীরা একেবারেই দুর্বল নয়। কোনও দল এখানে ৫০ শতাংশ ভোট পায় না। একশো জন যদি ভোট দেন তাহলে মাত্র ৪০ জন প্রধানমন্ত্রী মোদীকে, তাঁর আদর্শকে, রাম মন্দিরকে, ৩৭০ ধারা রদকে সমর্থন করেন। অর্থাত্ ৪০ শতাংশ মানুষ মোদীকে নিয়ে খুশি আর বাকী ৬০ শতাংশ মানুষ অখুশি।লোকসভা ভোটের প্রচারে রাম মন্দির, ৩৭০ ধারা রদের বিষয়টি তুলে আনছে বিজেপি। কিন্তু প্রশান্ত কিশোর বলেন, বিজেপি ও নরেন্দ্র মোদীর কাছে একটি বড় চ্যালেঞ্জ হল গ্রামীণ এলাকার মানুষজন। এরপরও যদি বিজেপি জেতে তাহলে বুঝতে হবে বিরোধীরা এখনও শক্তিশালী নয়। কিন্তু তার পরেও বলতে হয় দেশের সবাই খুশি নয়। ২০২৪ সালের ভোটে দেখা যাচ্ছে ব্র্যান্ড মোদী ২০১৪ ও ২০১৯ এর থেকে অনেক দুর্বল। ২০২৪ সালে মানুষের মোদীকে নিয়ে একটা উত্সাহ ছিল, ২০১৯ সালে মানুষ ভাবল আর একটা চান্স দেওয়া যাক। এবার সেই ক্যারিশমাটা অনেক ফিকে হয়ে গিয়েছে।
  • Link to this news (২৪ ঘন্টা)