শুভেন্দুর সভা থেকে ফেরার পথে 'হামলা', অবরোধ-পাল্টা অবরোধে ধুন্ধুমার রামনগরে...
২৪ ঘন্টা | ২০ মে ২০২৪
কিরণ মান্না: শুভেন্দু অধিকারীর সভা তখন শেষ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগে জাতীয় সড়ক অববোধ করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। স্লোগান উঠল, 'পুলিস তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো'! পাল্টা অবরোধ রাজ্যের শাসকদলও। ধুন্ধুমারকাণ্ড পূর্ব মেদিনীপুরের রামনগরে।
ঘটনাটি ঠিক কী? ২৫ মে ষষ্ঠ দফায় ভোট পূর্ব মেদিনীপুরে দুই লোকসভা কেন্দ্র কাঁথি ও তমলুকে। আজ, রবিবার কাঁথি লোকসভা কেন্দ্রের রামনগরে সভা করেন শুভেন্দু। এরপর সভা যখন শেষ হয়, তখন তড়িঘড়ি কাঁথির উদ্দেশ্য রওনা দেন তিনি।অভিযোগ, সভা শেষে ফেরার পর বালিসাই বাজারে বিজেপি কর্মীর উপর হামলা চালায় তৃণমূল। বেশ কয়েকজন আহত হন। প্রতিবাদে রামনগর বাসস্ট্যান্ডে জাতীয় সড়কে শুরু হয় অবরোধ। বিক্ষোভকারীদের দাবি, পুলিস কোনও ব্য়বস্থা নেয়নি। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।এদিকে যে এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠেছে, সেই বালিসাই বাজারে পাল্টা অবরোধ করেন তৃণমূলকর্মীরাও। বিজেপির ভোটের আগে বিজেপির বিরুদ্ধে শোরগোল তৈরির পাল্টা অভিযোগ করেছেন তাঁরা।এর আগে, বাঁকুড়ায় শিমলাপালে ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু। 'চোর চোর' স্লোগানে মেজাজে হারান রাজ্যের বিরোধী দলনেতা। তৃণমূল সূত্রে দাবি, তখন একটি পথসভা চলছিল। সেই সভা থেকে সন্দেশখালির মহিলাদের ন্য়ায় বিচারের দাবি তোলেন এক মহিলা। তাঁর দাবি, সন্দেশখালি মহিলাদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন বিজেপি নেতারা। এরপর গাড়ি থেকে নেমে ওই মহিলাকে অশালীন ভাষা আক্রমণ করেন শুভেন্দু।