• ভারতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ!
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিকিৎসা করাতে ভারতে এসেছিলেন। তারপর? ৪ দিন ধরে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। পুলিসের গোয়েন্দা বিভাগের জানিয়েছেন পরিবারের সদস্যরা।

    বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আনোয়ারুল আজিম। আজ, রবিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে যান তাঁর মুমতারিন ফেরদৌস। অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন–অর–রশীদের সঙ্গে দেখা করেন তিনি। সাংবাদিকদের মুমতারিন বলেন, ভারতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন তাঁর বাবা।  বৃহস্পতিবার থেকে বহু চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।ব্যক্তিগত সহকারী আবদুর রউফ জানিয়েছেন, ১২ মে দর্শনা সীমান্ত পেরিয়ে ভারতে যান র ঝিনাইদহ-৪ আসনের সাংসদ।  ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। এরপর ১৬ মে সাংসদের মোবাইল থেকে তাঁর কাছে ফোন আসে, কিন্তু ফোনটি ধরতে পারে। পরে আবার যখন ফোন করেন, তখন মোবাইল বন্ধ ছিল। পরিবারের সঙ্গে সাংসদে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।সাংসদ আনোয়ারুল আজিম কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সাল থেকে ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আজিম।
  • Link to this news (২৪ ঘন্টা)