দেবের রাজনীতি করার দরকার পড়ে না, বিজেপি প্রার্থীর সিনেমা নেই তাই কামাতে এসেছেন: অভিষেক
আনন্দবাজার | ১৯ মে ২০২৪
দেবের সমর্থনে ঘাটাল লোকসভার অন্তর্গত কেশপুরে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেবের প্রতিদ্বন্দ্বী তথা ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের নামও মুখে আনলেন না। অভিষেক বললেন, ‘‘ওটার নামও নেব না। যত সব দু’নম্বরি লোক। আমরা যে ক’টাকে দল থেকে বার করে দিই, বিজেপি তাদের মাথার উপর তুলে রাখে। কোথায় দীপক অধিকারী (দেব) আর কোথায় ওই দু’নম্বরি প্রার্থী।’’ ঘাটালের তৃণমূল প্রার্থীর সঙ্গে বিজেপির প্রার্থীর তফাত বোঝাতে গিয়ে অভিষেক বলেন, ‘‘দীপক অধিকারী বছরে তিনটে করে সিনেমা করে, ওর রাজনীতি করার দরকার পড়ে না। আর যে বিজেপির প্রার্থী হয়েছে, চার বছরে একটাও সিনেমা পায়নি। কাজ নেই তো! তাই পয়সা কামাতে এসেছে।’’
এর আগেও দেবের সমর্থনে রোড-শোয়ে এসে হিরণকে আক্রমণ করেছিলেন অভিষেক। তিনি বলেছিলেন, হিরণ তৃণমূলে যোগ দিতে চেয়ে যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে এসে দেখাও করেন। অভিষেক জানিয়েছিলেন, সেই সাক্ষাতের সিসিটিভি ফুটেজ রয়েছে তাঁর কাছে। রবিবারও হিরণকে নাম না করে আক্রমণ করেছেন তিনি। বলেছেন, ‘‘এই দু’নম্বরি ভুঁইফোঁড় ফেরেব্বাজ চিটিংবাজগুলোকে প্যাকেট করে গ্যারেজ করতে হবে।’’ একই সঙ্গে কেশপুর বিধানসভা ক্ষেত্রের বাসিন্দাদের জন্য ঘোষণা করেছে বিশেষ ‘উপহার’ও। অভিষেক বলেন, ‘‘এক লক্ষের ব্যবধানে দেবকে জেতালে ছ’মাসের মধ্যে বাড়ি তো হবেই, তার সঙ্গে কেশপুর বিধানসভায় ৫০ কিলোমিটার গ্রামীণ রাস্তা আমি এক মাসের মধ্যে রাজ্য সরকারকে বলে মুখ্যমন্ত্রীকে বলে করে দেওয়ার ব্যবস্থা করব। আমি কথা দিয়ে যাচ্ছি।’’
উল্লেখ্য গতবার লোকসভা ভোটে দেবের প্রাপ্ত ভোটের একটি বড় অংশ এসেছিল এই কেশপুর বিধানসভা থেকেই। সেই কেশপুরের হাতেই ২০২৪-এও দেবকে জেতানোর দায়িত্ব সঁপলেন অভিষেক।