• শ্রীলঙ্কায় দেবী সীতার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, ভারত থেকে কী কী গেল' ...
    আজকাল | ২০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শ্রীলঙ্কার সীতা আম্মান মন্দিরে আজ কুম্ভভিষেকম অনুষ্ঠিত হবে। তিরুমালা তিরুপতি মন্দির থেকে ৫০০০ লাড্ডু ছাড়াও অনুষ্ঠানের জন্য অযোধ্যার সরযূ-র প্রায় ২৫ লিটার জল আনা হয়েছে। এই উপলক্ষে ভারত ও নেপালের বেশ কয়েকটি অঞ্চল থেকে ভক্তরা শ্রীলঙ্কায় গেছেন। আধ্যাত্মিক নেতা, বিশ্ব হিন্দু পরিষদ, বিশ্ব রামায়ণ সম্মেলনের সদস্য এবং অযোধ্যার রাম মন্দিরের ভক্তরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। সীতা এলিয়া বা অশোক ভাটিকাতে রাবণ সীতাকে বন্দি করে রেখেছিলেন বলে মনে করা হয়।
  • Link to this news (আজকাল)