• কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু, দাবি ইরানের সংবাদমাধ্যমের...
    আজকাল | ২০ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর আশঙ্কা। ইরানের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সকালে কপ্টার দুর্ঘটনাস্থলে জীবিত কাউকে এখনও দেখা যায়নি। কপ্টারে রাইসি ছাড়াও ছিলেন বিদেশমন্ত্রী হোসেন আমিরাবদোল্লাহিয়ান সহ ৯ জন। তাঁরা কেউ বেঁচে নেই বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। উল্লেখ্য, রবিবার আজ়ারবাইজান সীমান্তের কাছে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরপশ্চিম ইরানের একটি পাহাড়ে আছড়ে পড়ে। রাতেই উদ্ধারকারী দল, সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। রাতভর তল্লাশির পর সোমবার সকালে ভেঙে পড়া কপ্টারের সন্ধান পায় সেনাবাহিনী। দুর্ঘটনায় একেবারে তুবড়ে গিয়েছে কপ্টারটি, তাতে আগুনও ধরে যায়। ইরানের প্রেসিডেন্ট রাইসির দুর্ঘটনার খবর পেয়ে গতকালই গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • Link to this news (আজকাল)