• হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, কটাক্ষ কল্যাণের ...
    আজকাল | ২০ মে ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: হাওড়ার উলুবেরিয়ার পর এবার হুগলির জাঙ্গিপাড়া। এই নিয়ে দ্বিতীয়বার শ্লীলতাহানির অভিযোগ উঠল নির্বাচনে কর্মরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। ৪১/সি আই টি বি পি ইউনিটের ওই জওয়ান হুগলির জাঙ্গিপাড়ার বিলারা ভোটগ্রহণ কেন্দ্রে ভোটের কাজে এসেছিলেন। বিলারা হাইস্কুলের ভোট গ্রহণ কেন্দ্রে দুটি বুথ ১৯৫/৩৪ এবং ১৯৫/৩৫, এই দুই বুথে ডিউটি ছিল তার। অভিযোগ, ভোটের আগের দিন গভীর রাতে স্থানীয় গ্রামের একটি ঘরে ঢুকে পড়ে ওই জওয়ান। ওই ঘরে থাকা এক ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চিৎকার চেঁচামেচির শব্দে বেরিয়ে পড়েন পরিবারের সদস্য এবং পাড়া প্রতিবেশীরা। জওয়ানকে ধরে ফেলেন গ্রামবাসীরা। মহিলাকে উদ্ধার করার পর গ্রামবাসীরা জওয়ানকে ব্যাপক মারধোর করে। তার পর গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেয়। খবর পেয়ে জাঙ্গিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে বেঁধে রাখা অভিযুক্ত জওয়ানকে উদ্ধার করে নিয়ে যায়। মহিলার পরিবারের তরফে অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে জাঙ্গিপাড়া থানায় আই পি সি ৪৪৮/৩২৩/৩৫৪বি ধরে একটি মামলা রুজু হয়েছে। কটাক্ষ করে শ্রীরামপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি বলেছেন, কেন্দ্রীয় বাহিনীর হাতে আবারও শ্লীলতাহানির ঘটনা। দেখা যাচ্ছে যে রক্ষক সেই ভক্ষক। এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীস সেন বলেছেন, মহিলার পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়েছে। শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে ওই জওয়ানের অভিযোগের ভিত্তিতে যারা মারধর করেছেন তাঁদের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)