জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্চম দফার ভোটে দিনভর বার বার ঘেরাওয়ের মুখ পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্য়ায়। ধনেখালিতেও বিক্ষোভ-ঘেরাওয়ের মুখে পড়েন লকেট। রীতিমতো সম্মুখ সমরে দেখা লকেট চ্যাটার্জি ও অসীমা পাত্রকে। একদিকে 'চোর, চোর' বলে স্লোগান দিতে থাকেন লকেট চ্যাটার্জি। অন্যদিকে পালটা 'ডাকাত' বলে তোপ দাগেন অসীমা পাত্র। অসীমা পাত্রের বাড়ির সামনের বুথে ঘটে এই গন্ডগোল। গত লোকসভা ভোটে ওই বুথেই লকেটের বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ উঠেছিল। এদিনও কোনও রকমে দু’পক্ষকে ঠেকিয়ে রাখেন পুলিসকর্মীরা।প্রসঙ্গত, এদিন ভোটের আগেই তৃণমূলের বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার চাঞ্চল্যকর অভিযোগ করেন লকেট। বলেন, টাকার ব্যাগ নিয়ে ঘুরছে আইপ্যাকের লোকজন। হুঁশিয়ারি দেন, খেলা করে তৃণমূল ঘরে ঢুকে গিয়েছে। তৃণমূল যে ভাষায় কথা বলবে, সেই ভাষাতেই জবাব দেবেন বলে হুংকার লকেট চট্টোপাধ্যায়ের। তিনি অভিযোগ করেন, 'রবিবার আইপ্যাকের জনা ২০ ছেলে ঢুকেছে এলাকায়। খবর এসেছে ওরা থলে ব্যাগে টাকা নিয়ে ঢুকেছে। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়িয়ে আছে। আজকের দিন ষড়যন্ত্র করার চেষ্টা করবে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। কোনও খেলা হবে না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে হাত ছোঁয়ালেই ব্যবস্থা নেব।'
এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন লকেট। ধনেখালি ৫১৭ নম্বর বুথে হাতেনাতে ধরেন তৃণমূলের এক ভুয়ো এজেন্ট! যদিও পাকড়াও হওয়া ওই 'ভুয়ো ভোটার'-এর দাবি তিনি এজেন্ট। কোনওরকম ছাপ্পা ভোটের সঙ্গে তিনি যুক্ত নন। এদিকে মেজাজ হারান লকেট। সটান বলেন, "চুপ করুন। মোটেও আপনি এজেন্ট নন। যান, একদম বাড়ি চলে যান।'' এমনকি অভিযুক্ত ওই ভোটারের ফোনও কেড়ে নেন লকেট। জানান, ঠিক জায়গায় জমা পড়বে।