• কথাশিল্পীর গ্রামে আজ ভোট, বন্ধ তাঁর বাসভবন! দরজা থেকে দলে-দলে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা...
    ২৪ ঘন্টা | ২০ মে ২০২৪
  • নকিব উদ্দিন গাজি: আজ পঞ্চম দফার লোকসভা ভোটে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রামেও চলছে ভোট। কেননা, আজ হাওড়া, উলুবেড়িয়া কেন্দ্রে ভোট। আজ সোমবার সকাল থেকেই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম উলুবেড়িয়ার সামতাবেড়িয়ায় লোকসভা নির্বাচনে নির্বিঘ্নে চলছে ভোটগ্রহণ।

    অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর জীবনের শেষ পর্যায়টুকু কাটিয়েছিলেন উলুবেড়িয়ার সামতাবেড়িয়া গ্রামে। কথাশিল্পীর স্মৃতিবিজড়িত সেই সামতাবেড়িয়ার ৩টি বুথে আজ নির্বিঘ্নে চলছে ভোট-পর্ব।শরৎচন্দ্রের জীবদ্দশায় সামতাবেড়িয়ার এই বাড়ি হয়ে উঠেছিল বিপ্লবীদের আশ্রয়স্থল। রূপনারায়ণের তীরে কথাশিল্পীর এই বাড়িতে আনাগোনা ছিল বহু বিপ্লবীদের। বড়দিদি অনিলা দেবীর শ্বশুরবাড়ি ছিল এই সামতাবেড়িয়া। নদীর ধারের নির্জন গ্রামটি বেশ পছন্দ হওয়ায় এখানেই বাড়ি তৈরি করালেন লেখক শরৎচন্দ্র। তাঁর এই বাসভবন নিজের অতি পছন্দের জায়গায় পরিণত হয়েছিল।  জীবনের শেষ বারোটা বছর কাটিয়েছিলেন তিনি এখানে। এখানে বসে লেখালেখিও প্রচুর করেছেন তিনি।এই বাড়িতেই তিনি লিখেছিলেন তাঁর উপন্যাস বিপ্রদাস-সহ বেশ কয়েকটি ছোট গল্প।
  • Link to this news (২৪ ঘন্টা)