• ‌বিকেল পাঁচটা অবধি দেশে ভোট পড়ল ৫৬.‌৬৮ শতাংশ, সবচেয়ে কম মহারাষ্ট্রে...
    আজকাল | ২১ মে ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ দেশে শেষ হল পঞ্চম দফার ভোটগ্রহণ। এদিন দেশের ৪৯ আসনে ছিল ভোটগ্রহণ। বাংলার সাত আসন ছাড়াও এদিন ভোট হল বিহার ও ঝাড়খণ্ডের তিনটি করে আসনে। এছাড়া মহারাষ্ট্রের ১৩, ওড়িশার পাঁচ, উত্তরপ্রদেশের ১৩ আসনে। এছাড়া জম্মু–কাশ্মীর ও লাদাখের একটি করে আসনে হয়েছে ভোট। বিকেল পাঁচটি অবধি দেশে সামগ্রিক ভোটদানের হার ৫৬.‌৬৮ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে বাংলায়। বাংলার সাত আসনে সামগ্রিক ভোটদানের হার ৭৩ শতাংশ। লাদাখে পড়েছে ৬৭.‌১৫ শতাংশ ভোট। ঝাড়খণ্ডে পড়েছে ৬১.‌৯০ শতাংশ ভোট। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে। সেখানে সামগ্রিক ভোটদানের হার ৪৮.‌৬৬ শতাংশ। এদিন ওড়িশার ৩৫টি বিধানসভা আসনেও ভোট হয়। এদিন ভাগ্যনির্ধারণ হল রাহুল গান্ধী, রাজনাথ সিং, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েলের মতো হেভিওয়েটদের। ‌
  • Link to this news (আজকাল)